লায়ন এয়ারের দুর্ঘটনাগ্রস্ত বিমানের চালক ছিলেন একজন ভারতীয়

সোমবার ভোরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে সমুদ্রে ভেঙে পড়ে লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান। বিমানটিতে ১৮৯ জন যাত্রী ছিলেন। তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। 

Updated By: Oct 29, 2018, 02:30 PM IST
লায়ন এয়ারের দুর্ঘটনাগ্রস্ত বিমানের চালক ছিলেন একজন ভারতীয়

নিজস্ব প্রতিবেদন: ইন্দোনেশিয়ায় দুর্ঘটনাগ্রস্ত লায়ন এয়ারের বিমানের চালক ছিলেন একজন ভারতীয়। ভব্য সুনেজা নামে ৩১ বছর বয়সী ওই বিমানচালক দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে। 

সোমবার ভোরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে সমুদ্রে ভেঙে পড়ে লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান। বিমানটিতে ১৮৯ জন যাত্রী ছিলেন। তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। 

ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিপত্তি, ১৮৮ যাত্রী নিয়ে সমুদ্রে ভেঙে পড়ল বিমান

কী কারণে দুর্ঘটনা, ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয় সরকার। তাতেই জানা গিয়েছে, বিমানটি চালক ছিলেন এক ভারতীয়। ভব্য সুনাজা নামে ওই যুবক গত ৭ বছর ধরে লায়ন এয়ারের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাঁর ৬,০০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল বলেও জানিয়েছে লায়ন এয়ার। যে বিমানটি ভেঙে পড়েছে সেই বোয়িং ৭৩৭ ম্যাক্স ওড়ানোর বিশেষ প্রশিক্ষণ ছিল ভব্যর। তাছাড়া দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে একেবারে নতুন বললেও ভুল বলা হয় না। বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি চলতি বছরের অগাস্টে আকাশে ওড়া শুরু করে। ফলে কী কারণে দুর্ঘটনা ঘটল তা কূলকিনারা করতে পারছেন না বিশেষজ্ঞরা। 

 

.