বাইপাস সার্জারির অছিলায় বিদেশ পালানোর অভিযোগ মুশারফের বিরুদ্ধে
পারভেজ মুশারফকে অ্যাঞ্জিওপ্লাস্টি অথবা বাইপাস সার্জারির জন্য বিদেশে নিয়ে যাওয়ার ভাবনা-চিন্তা চলছে। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। এরমধ্যেই দেশদ্রোহিতার মামলায় অভিযুক্ত মুশারফ চিকিত্সার অছিলায় দেশ ছাড়তে চাইছেন কীনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সৌদি বিদেশমন্ত্রীর আসন্ন পাকিস্তান সফর এই জল্পনা আরও উস্কে দিয়েছে।
পারভেজ মুশারফকে অ্যাঞ্জিওপ্লাস্টি অথবা বাইপাস সার্জারির জন্য বিদেশে নিয়ে যাওয়ার ভাবনা-চিন্তা চলছে। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। এরমধ্যেই দেশদ্রোহিতার মামলায় অভিযুক্ত মুশারফ চিকিত্সার অছিলায় দেশ ছাড়তে চাইছেন কীনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সৌদি বিদেশমন্ত্রীর আসন্ন পাকিস্তান সফর এই জল্পনা আরও উস্কে দিয়েছে।
প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানালেন তাঁর আইনজীবী। গত বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন মুশারফ। তারপরেই তাঁকে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাক্তন পাক প্রেসিডেন্টকে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কীনা তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে। দুহাজার সাতে দেশে জরুরি অবস্থা জারি করেন পারভেজ মুশারফ।
এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ইসলামাবাদের বিশেষ আদালতে দেশদ্রোহিতার মামলা চলছে। দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে মুশারফের। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে বারংবার আদালতে হাজিরা এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন সরকারপক্ষের আইনজীবী। প্রাক্তন পাক প্রেসিডেন্ট অন্য কোনও দেশের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরিকল্পনা করছেন কীনা তা নিয়েও চলছে জল্পনা। এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে সৌদি বিদেশমন্ত্রী সৌদ আল ফয়সলের আসন্ন পাকিস্তান সফর। আগামি সোমবারই পাকিস্তানে আসছেন তিনি।
মুশারফের নিরাপদে পাকিস্তান ছেড়ে যাওয়া সুনিশ্চিত করতেই সৌদি বিদেশমন্ত্রীর এই সফর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে সৌদি বিদেশমন্ত্রীর সফরের সঙ্গে মুশারফের সম্ভাব্য বিদেশযাত্রার কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছে পাক বিদেশমন্ত্রক। এরমধ্যেই চিকিত্সার জন্য মুশারফকে যাতে দেশের বাইরে যেতে না দেওয়া হয় এই আর্জি জানিয়ে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি। তবে গতকালও রাওয়ালপিন্ডির হাসপাতালের বাইরে ভিড় করেছিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্টের সমর্থকরা। হাসপাতালের বাইরে ফুলের তোড়া নিয়ে মুশারফের দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরা।