সাইবেরিয়ায় বিমান ভেঙে নিহত অন্তত ৩২

সোমবার সকালে রাশিয়ার সাইবেরিয়ায় যাত্রীবাহী বিমান ভেঙে মৃত্যু হল ৩২ জনের। সে দেশের সামরিক বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, টায়ুমেন থেকে তৈল-শহর সুরগাট-এ যাওয়ার পথে মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায় রুশ `ইউ-টেয়ার` বিমান পরিবহণসংস্থার এটিআর-৭২ বিমানটি।

Updated By: Apr 2, 2012, 10:19 AM IST

সোমবার সকালে রাশিয়ার সাইবেরিয়ায় যাত্রীবাহী বিমান ভেঙে মৃত্যু হল ৩২ জনের। সে দেশের সামরিক বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, টায়ুমেন থেকে তৈল-শহর সুরগাট-এ যাওয়ার পথে মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায় রুশ `ইউ-টেয়ার` বিমান পরিবহণসংস্থার এটিআর-৭২ বিমানটি। কিছুক্ষণ পর পশ্চিম সাইবেরিয়ার টায়ুমেনের ৩৫ কিলোমিটার দূরে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। দ্রুত ঘটনাস্থলে উড়ে যায় সামরিক বাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার। দুর্ঘটনার সময় বিমানটিতে চালক ও সহকারী চালক, দুই বিমানকর্মী-সহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। এঁদের মধ্যে জীবিত অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত সন্ধান মিলেছে ২৯টি মৃতদেহের। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সামরিক বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল।

.