গ্রিসের নতুন প্রধানমন্ত্রী পাপাডেমস

গ্রিসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লুকাস পাপাডেমসের নাম ঘোষিত হল। টানা চার দিনের দীর্ঘ আলোচনা এবং চাপান-উতোরের পর বৃহষ্পতিবার এথেন্সে যৌথ সরকারকে নেতৃত্ব দেবার জন্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের এই প্রাক্তন ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়।

Updated By: Nov 10, 2011, 07:48 PM IST

গ্রিসের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লুকাস পাপাডেমসের নাম ঘোষিত হল। টানা চার দিনের দীর্ঘ আলোচনা এবং চাপান-উতোরের পর বৃহষ্পতিবার এথেন্সে যৌথ সরকারকে নেতৃত্ব দেবার জন্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের এই প্রাক্তন ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়। ইউরোজোনের সতেরোটি দেশের মধ্যে নিজেদের স্থান মজবুত করার পাশাপাশি এই মধ্যবর্তী জোট সরকারের এই মুহূর্তে লক্ষ্য অবশ্যই ১৩০ বিলিয়ন ইউরোর নতুন আর্থিক প্যাকেজ দেশে আনা। ৬৪ বছর বয়েসি লুকাস পাপাডেমস এই মুহূর্তে সরকারে থাকা সোশালিস্ট পার্টি এবং বিরোধী কনজারভেটিভ পার্টির যৌথ সরকারকে নেতৃত্ব দেবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের গোড়াতে সাধারণ নির্বাচন পর্যন্ত এই মধ্যবর্তী জোট সরকার থাকবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গ্রিসের বর্তমান অর্থনৈতিক বিপর্যয়ের পর সোশালিস্ট পার্টির চার বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই জর্জ পাপান্ড্রেউ কে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়। তাঁর জায়গাতেই প্রধানমন্ত্রী হলেন পাপাডেমস।

.