পাকিস্তান পার্লামেন্টে মহিলা সাংসদকে নিগ্রহের অভিযোগ, আত্মহত্যার হুমকি

পাকিস্তান পার্লামেন্টের এক মহিলা সাংসদকে নিগ্রহের অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে স্পিকার কোনও ব্যবস্থা নেওয়ার কথা অস্বীকার করায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিলেন নুসরত সাহর আব্বাসি নামে ওই সাংসদ।

Updated By: Jan 25, 2017, 08:05 PM IST
পাকিস্তান পার্লামেন্টে মহিলা সাংসদকে নিগ্রহের অভিযোগ, আত্মহত্যার হুমকি

ওয়েব ডেস্ক : পাকিস্তান পার্লামেন্টের এক মহিলা সাংসদকে নিগ্রহের অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে স্পিকার কোনও ব্যবস্থা নেওয়ার কথা অস্বীকার করায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিলেন নুসরত সাহর আব্বাসি নামে ওই সাংসদ।

আরও পড়ুন- মস্কো নয়, দিল্লিকেই অগ্রাধিকার প্রেসিডেন্ট ট্রাম্পের?

নুসরত সেদেশের সিন্ধু প্রদেশের সাংসদ। তিনি সেখানকার প্রাদেশিক সরকারের মন্ত্রী ইমদাদ পিতাফির বিরুদ্ধে এই অভিযোগ আনেন। অভিযোগে বলা হয়, পার্লামেন্টে একটি বিষয় নিয়ে বিতর্ক চলছিল পিতাফির সঙ্গে। সেই সময় হঠাত্‍ই পিতাফি তাঁকে সভার পর নিজের চেম্বারে ডেকে পাঠান। আর তাতেই বেজায় চটেছেন নুসরত। পিতাফির বিরুদ্ধে অবিলম্বে শাস্তির দাবি তুলেছেন তিনি।

আরও পড়ুন- হাতজোড় করে ক্ষমাভিক্ষা করছে ISIS জঙ্গি, মারা হল নির্মমভাবে

প্রসঙ্গত, সিন্ধু প্রদেশের রক্ষণশীল সমাজে কোনও মহিলাকে এভাবে আড়ালে দেখা করতে বলার অর্থ তাঁকে অপমাণ করার সমান। সেই কাজ করার ফলেই পিতাফির বিরুদ্ধে সরব হলেন নুসরত।

.