কসাভের ফাঁসির সঙ্গে সরাবজিতের মুক্তি সম্পর্কহীন: রেহমান মালিক

কসাভের ফাঁসির পর থেকেই উঠেছিল প্রশ্নটা। আশঙ্কা শুরু হয়েছিল, ভারতে পাক জঙ্গীর মৃত্যুদণ্ডের দায় না বইতে হয় পাকিস্তানে চর সন্দেহে বন্দি সরাবজিত সিংকে। সেই জল্পনার চোরাস্রোতকে স্তিমিত করে আজ পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক শুক্রবার জানিয়ে দিলেন আজমল কসাভের ফাঁসির সঙ্গে সরাবজিত সিং-এর মুক্তির কোনও সম্পর্ক নেই।
মালিক জানিয়েছেন ``পাকিস্তান সমস্ত রকম সন্ত্রাসবাদের বিরোধী। কেউ যদি সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে তাহলে প্রাপ্য তার পরিণতিই পাওয়া উচিৎ।``
পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তের বাসিন্দা সরাবজিত সিং গত ২২ বছর ধরে লাহোরের কোট লাখপাট জেলে বন্দি। সরাবজিতের পরিবার তাঁর মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে ভারত এবং পাকিস্তানে প্রচার চালাচ্ছেন।
২৬/১১-র একমাত্র জীবিত লস্কর-ই-তৈবা জঙ্গি আজমল কসাভের গত বুধবার সকালে পুনের ইয়েরাওড়া জেলে ফাঁসি হয়ে গিয়েছে।

English Title: 
Pakistan won’t link Ajmal Kasab to Sarabjit: Rehman Malik
Home Title: 

কসাভের ফাঁসির সঙ্গে সরাবজিতের মুক্তি সম্পর্কহীন: রেহমান মালিক

No
9488
Is Blog?: 
No