'শত্রুতা' নয়, ভারতের পথেই এবার পাকিস্তান

  শত্রুতা নয়। বরং অনুসরণ। ভারতের পথেই এবার হাঁটতে চলেছে পড়শি পাকিস্তান। ইস্যু নোট বাতিল। ভারতকে অনুসরণ করে এবার সেদেশে ৫০০০-এর নোট বাতিল করার পথে পাক প্রশাসন। এই মর্মে ইতিমধ্যে সেনেটে রেজলিউশনও পাস হয়ে গেছে।

Updated By: Dec 20, 2016, 04:22 PM IST
'শত্রুতা' নয়, ভারতের পথেই এবার পাকিস্তান

ওয়েব ডেস্ক :  শত্রুতা নয়। বরং অনুসরণ। ভারতের পথেই এবার হাঁটতে চলেছে পড়শি পাকিস্তান। ইস্যু নোট বাতিল। ভারতকে অনুসরণ করে এবার সেদেশে ৫০০০-এর নোট বাতিল করার পথে পাক প্রশাসন। এই মর্মে ইতিমধ্যে সেনেটে রেজলিউশনও পাস হয়ে গেছে।

কদিন আগে ভারতের পথে হেঁটেছে ভেনেজুয়েলা। সেদেশে বাতিল করে দেওয়া হয়েছে ১০০-বলিভার নোট। কালো টাকার কারবার আটকাতে অস্ট্রেলিয়াও নোট বাতিলের পক্ষে সওয়াল করেছে। এবার সেই পথে হাঁটতে চলেছে পাকিস্তান। সেনেটে প্রস্তাব রাখা হয়, ধাপে ধাপে ৫০০০-এর নোট বাতিল করা হবে পাকিস্তানে। সংখ্যাগরিষ্ঠ সেই প্রস্তাবে সায় দেয়। এই মুহূর্তে সেদেশে বাজারে চালু রয়েছে ৩.৪ ট্রিলিয়ন নোট। যার মধ্যে ১.০২ ট্রিলিয়ন নোট হল ৫০০০-এর নোট।

আরও পড়ুন, ৬ লক্ষ ২১ হাজার কোটি টাকার মালিক হতে চান?

.