৩৬৭ জন ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

এলওসি তে গুলি চালানোর ঘটনায় ভারত-পাক সম্পর্কে ভাঙন বেশ চওড়া হয়েছে। তীব্র বাক্য বিনিময় দু`দেশের রাষ্ট্রপ্রধানদের আসন্ন বৈঠকে প্রভাব ফেলতে পারে। সম্ভবত কূটনীতির এই খারাপ পরিণতিটা আঁচ করে এবার সুর নরম করল পাকিস্তান। আগামী সপ্তাহে ৩৬৭ জন ভারতীয় বন্দিকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার।

Updated By: Aug 17, 2013, 05:59 PM IST

এলওসি তে গুলি চালানোর ঘটনায় ভারত-পাক সম্পর্কে ভাঙন বেশ চওড়া হয়েছে। তীব্র বাক্য বিনিময় দু`দেশের রাষ্ট্রপ্রধানদের আসন্ন বৈঠকে প্রভাব ফেলতে পারে। সম্ভবত কূটনীতির এই খারাপ পরিণতিটা আঁচ করে এবার সুর নরম করল পাকিস্তান। আগামী সপ্তাহে ৩৬৭ জন ভারতীয় বন্দিকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার।
বিশেষজ্ঞ মহলের ধারণা, দু`সপ্তাহের উত্তেজনার পর এবার ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা হচ্ছে সীমান্তের ওপার থেকে। মাঝের এই দুটি সপ্তাহে প্রাণ গেল ৫ সেনা জওয়ানের। পাক বিদেশ মন্ত্রকের এই পদস্থ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, "হ্যাঁ, ২৪ অগাস্ট ৩৬৭ জন ভারতীয় বন্দি ও মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হচ্ছে।"
এখনও পাকিস্তানের বিভিন্ন জেলে মুক্তির আলোর অপেক্ষায় রয়েছেন হাজার ভারতীয় বন্দি। গতকালই প্রধানমন্ত্রীর পরামর্শদাতা সারতাজ আজিজ সংসদে জানিয়েছেন, ভারতীয় মৎস্যজীবী সহ ৪৯১ জন ভারতীয় বন্দি পাক জেলে বন্দি রয়েছেন। তাঁদের রেকর্ড অনুযায়ী ভারতের জেলে বন্দি রয়েছেন ৪৮৫ পাকিস্থানি। তাঁদের মধ্যে ১৭২ জন মৎস্যজীবী, ৩১৩ জন পাক নাগরিক।

.