ভারত-পাক সম্পর্ক নষ্ট করছে পাকিস্তান, কড়া মন্তব্য সুষমা স্বরাজের

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতাদের জড়িয়েই বিপদ ডেকেছে পাকিস্তান। কড়া প্রতিক্রিয়া বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। বৃহস্পতিবার নিউ ইয়র্কে একথা জানিয়েছেন সুষমা।  নতুন সরকার ক্ষমতায় আসার পর ভারত-পাক সম্পর্কে জটিলতা কাটানোর চেষ্ঠা শুরু হয়েছে। কিন্তু তার গোটাটাই নষ্ঠ করার জন্য পাক প্রশাসনকেই দায়ী করেছেন ভারতের বিদেশমন্ত্রী।

Updated By: Sep 26, 2014, 04:22 PM IST
 ভারত-পাক সম্পর্ক নষ্ট করছে পাকিস্তান, কড়া মন্তব্য সুষমা স্বরাজের

নিউইয়র্ক: কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতাদের জড়িয়েই বিপদ ডেকেছে পাকিস্তান। কড়া প্রতিক্রিয়া বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। বৃহস্পতিবার নিউ ইয়র্কে একথা জানিয়েছেন সুষমা।  নতুন সরকার ক্ষমতায় আসার পর ভারত-পাক সম্পর্কে জটিলতা কাটানোর চেষ্ঠা শুরু হয়েছে। কিন্তু তার গোটাটাই নষ্ঠ করার জন্য পাক প্রশাসনকেই দায়ী করেছেন ভারতের বিদেশমন্ত্রী।

ব্রাজিলে ইউ এন জেনারেল অ্যাসেম্বলি পাশাপাশি বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকের শেষে সুষমা জানান, ""নতুন সরকার একটা ইঙ্গিত দিয়েছেন। পাকিস্তান সবটা নষ্ঠ করেদিয়েছে।''  পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা সরজিৎ আজিজ  জানিয়েছেন, ""ইসলামাবাদের সঙ্গে কথা বলার উদ্যোগ নয়াদিল্লিই প্রথম নেয়নি।''

আজিজের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সুষমা স্বরাজ জানিয়েছেন, ""এখানে প্রথম-দ্বিতীয়র কোনও প্রশ্ন আসে না। যদি প্রতিক্রিয়া দিতে হয় তাহলে তৎক্ষণাৎ দেওয়া উচিৎ।''

 

.