চিনা ভ্যাকসিন নিয়ে রক্ষে নেই, COVID19-এ আক্রান্ত পাক প্রধানমন্ত্রী Imran Khan
দুদিন আগেই Covid ভ্যাকসিন নিয়েছিলেন ইমরান খান।
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার টুইট করে একথা জানান, পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফইজল সুলতান। জানা যাচ্ছে, দুদিন আগেই Covid ভ্যাকসিন নিয়েছিলেন ইমরান খান। আর তার পরেই পাক প্রধানমন্ত্রীর শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়।
এই মুহূর্তে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা পাক প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে ইমরান খান যে ভ্যাকসিন নিয়েছিলেন, সেটি চিন থেকে পাকিস্তানে সরবরাহ করা হয়েছিল।
PM Imran Khan has tested positive for Covid-19 and is self isolating at home
— Faisal Sultan (@fslsltn) March 20, 2021
প্রসঙ্গত, গতবছর এপ্রিল মাসে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। যদিও পরে তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। প্রসঙ্গত, এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্ত নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর মিলছে।