‘‘মোদী একজন সন্ত্রাসবাদী’’: পাক বিদেশমন্ত্রী

Updated By: Oct 3, 2017, 02:45 PM IST
‘‘মোদী একজন সন্ত্রাসবাদী’’: পাক বিদেশমন্ত্রী

ওয়েব ডেস্ক : কখনও জঙ্গি অনুপ্রবেশ করিয়ে আবার কখনও সীমান্তে গুলি চালিয়ে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে  শান দিচ্ছে পাকিস্তান। আবার কখনও সীমান্তে জঙ্গি লঞ্চ প্যাড গড়ে সন্ত্রাসের আঁতুরঘর তৈরি করা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরকে। যা নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কিন্তু, ভারতের সেই সমস্ত অভিযোগকে অগ্রাহ্য করে এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষোদগার করল পাকিস্তান।

পাক মন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন জঙ্গি। এক সম্প্রদায়ের রক্তে লাল হয়ে রয়েছে তাঁর হাঁত’’। জিও নিউ-এর এক সাক্ষাতকারে পাকিস্তানি মন্ত্রী শুধু ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই নয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধেও তোপ দেগেছেন। তিনি বলেন, ‘‘আরএসএস জঙ্গিদের দল।’’

আসিফ আরও অভিযোগ করেন, ‘‘ভারতের বিদেশমন্ত্রী যখন পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলছেন, তখন তাঁদের দেশের প্রধানমন্ত্রীই একজন সন্ত্রাসবাদী। যাঁর হাতে এক সম্প্রদায়ের মানুষের রক্ত লেগে রয়েছে। ভারত শাসন করছে সন্ত্রাসবাদীদের একটি দল।’’

সম্প্রতি নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি সেশনে পাকিস্তানের বিরুদ্ধে সরব হন সুষমা স্বরাজ। তিনি বলেন, ‘‘একই দিনে ভারত এবং পাকিস্তান স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতা পাওয়ার পর ভারত যেখানে আইআইটি, আইআইএমএস-এর মত সংস্থার জন্ম দিয়েছে, সেখানে পাকিস্তান কীভাবে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা, হাক্কানি নেটওয়ার্ক-এর মত জঙ্গি সংগঠনের জন্ম দেয়?’’ ভারতের বিদেশ মন্ত্রীর ওই মন্তব্যের পর পরই এবার ভারতের বিরুদ্ধে বিষোদগার শুরু করেন পাক মন্ত্রী।

.