বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলমকে জাতীয় দিবসে আমন্ত্রণ জানাল পাকিস্তান

ফের উস্কানিমূলক পদক্ষেপ প্রতিবেশী দেশের। আজ নিজেদের জাতীয় দিবসে কাশ্মীর উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলমকে আমন্ত্রণ জানাল পাকিস্তান। এই মাসেই জেল থেকে ছাড়া পেয়েছেন মাসারত।

Updated By: Mar 23, 2015, 12:13 PM IST
বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলমকে জাতীয় দিবসে আমন্ত্রণ জানাল পাকিস্তান

ইসলামাবাদ: ফের উস্কানিমূলক পদক্ষেপ প্রতিবেশী দেশের। আজ নিজেদের জাতীয় দিবসে কাশ্মীর উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলমকে আমন্ত্রণ জানাল পাকিস্তান। এই মাসেই জেল থেকে ছাড়া পেয়েছেন মাসারত।

যদিও ইসলামাবাদের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন মাসারত।

এই মাসের প্রথমেই আলমের মুক্তি নিয়ে প্রবল বিতর্ক শুরু হয় দেশ জুড়ে। জম্মু-কাশ্মীরে জোট সঙ্গি পিপিপি-এর সঙ্গে এই নিয়ে চরম বিরোধ বাঁধে বিজেপির।

সূত্রে খবর, বিজেপি নাকি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদ রীতিমত হুমকির সুরে জানিয়েছে এই সিদ্ধান্ত ফের নিল ভেঙে যাবে জোটও।  

বিজেপির অভিযোগ তাদের সঙ্গে আলোচনা না করেই আলমের মুক্তির একতরফা সিদ্ধান্ত নিয়েছে পিডিপি। এই ধরণের বিচ্ছিন্নতাবাদীদের মুক্তি দিলে তার ফল ভাব হবে না বলেও পিডিপিকে প্রচ্ছন্ন শাসিয়ে রেখেছে বিজেপি।

হুরিয়ত নেতা অবশ্য পাকিস্তানের জাতীয় দিবস পালনে অংশগ্রহণ করছেন।

হুরিয়ত কনফারেন্স চেয়ারম্যা মিরওয়াইজ উমর ফারুক সহ ৭ জন বিচ্ছিন্নতাবাদী নেতা আজ পাকিস্তানের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে ইসলামাবাদে উপস্থিত থাকবেন।

ইতিমধ্যে মিরওয়াইজ শুক্রবার রাতে দেখা করেছেন পাকিস্তান হাই কমিশনার আব্দুল বাসিতের সঙ্গে।

এই বৈঠকের পর মিরাওয়াইজ জানিয়েছেন প্রত্যেকের দুই দেশের সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিৎ।

 

 

 

.