ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে প্রশস্ত ২৬/১১ হামলার মূলচক্রী লখভির মুক্তির পথ

ভারতের পক্ষে দুঃসংবাদ। ইসলামাবাদের হাইকোর্ট একটি অন্তর্বতী আদেশ জারি করে ২৬/১১-এর মুম্বই হামলার ঘটনার মূল চক্রী জাকি-উর-রহমান-লখভিকে আটক রাখার নোটিশ বাতিল করল। এর ফলে প্রশস্ত হল লখভির জামিনের পথ।   

Updated By: Dec 29, 2014, 02:38 PM IST
 ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে প্রশস্ত ২৬/১১ হামলার মূলচক্রী লখভির মুক্তির পথ

ইসলামাবাদ: ভারতের পক্ষে দুঃসংবাদ। ইসলামাবাদের হাইকোর্ট একটি অন্তর্বতী আদেশ জারি করে ২৬/১১-এর মুম্বই হামলার ঘটনার মূল চক্রী জাকি-উর-রহমান-লখভিকে আটক রাখার নোটিশ বাতিল করল। এর ফলে প্রশস্ত হল লখভির জামিনের পথ।   

যদিও, যতদিন না কোনও বিচারপতি এই আদেশপত্রে সই করছেন, ততদিন জেল থেকে ছাড়া পাবেন না লখভি।

দিন দুয়েক আগেই মুম্বই হামলার মাস্টারমাইন্ড জন নিরাপত্তা আদেশের অন্তর্গত একটি রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদনের জবাবে আজ হাইকোর্ট এই অন্তর্বতীকালীন নির্দেশিকা জারি করল।

এর আগে পাকিস্তান সরকার লখভির মুক্তির আবেদন খারিজ করেছিল।  

একটি সন্ত্রাস বিরোধী আদালত ১৮ ডিসেম্বর লখভিকে জামিন দেয়। লস্কর-ই-তৈবা কমান্ডারকে আরও ৩ মাসের জন্য পাবলিক মেনটেনেন্স অর্ডারে আদিয়ালা জেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

লখভির জামিনের তীব্র সমালোচনা করে ভারত। চাপে পড়ে পাক সরকার আশ্বাস দেয় হাইকোর্টে লখভির জামিনকে চ্যালেঞ্জ জানাবে তারা।

যদিও, পাক সরকার জামিনের আবেদনকে চ্যালেঞ্জ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে এক সপ্তাহের বেশি সময় কাটিয়ে দেয়। এখনও পর্যন্ত তারা লখভির জামিনের আবেদনকে চ্যালেঞ্জ করতে পারেনি।

 

.