বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তান আটে

ভারতের পড়শি পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় প্রথম দিকে স্থান পেল। এক মার্কিন গোয়েন্দা সংস্থার বিচারে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তান থাকল আট নম্বরে।  তালিকায় ইরাক সবার আগে।

Updated By: Dec 10, 2014, 11:01 AM IST
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তান আটে

ওয়েব ডেস্ক: ভারতের পড়শি পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় প্রথম দিকে স্থান পেল। এক মার্কিন গোয়েন্দা সংস্থার বিচারে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তান থাকল আট নম্বরে।  তালিকায় ইরাক সবার আগে।

সন্ত্রাসবাদী সংগঠনের সংখ্যা, সন্ত্রাসবাদী হামলার ঘটনা, হামলায় মৃত্যু- আহত, হুমকি, ছবি, ভিডিও থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই তালিকা।  

তালিকায় দুই ও তিন নম্বরে আছে যথাক্রমে নাইজেরিয়া, সোমালিয়া। বিশ্বের মোট ৪৫টি দেশকে অতি বিপজ্জনক বলা হয়েছে।

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলি (প্রথম দশ)-
১) ইরাক, ২) নাইজেরিয়া, ৩) সোমালিয়া, ৪) আফগানিস্তান, ৫) ইয়েমেন, ৬) সিরিয়া, ৭) লিবিয়া, ৮) পাকিস্তান, ৯) ইজিপ্ট, ১০) কেনিয়া

.