প্রকাশ্য রাস্তায় হত্যা

২৬/১১-এর মুম্বই হামলা ও বেনজির ভুট্টো হত্যা মামলার আইনী দায়িত্বপ্রাপ্ত পাক আইনজীবী চৌধুরি জুলফিকার আলিকে গুলি করে হত্যা করল একদল দুষ্কৃতী। সূত্রে খবর, এফআইএ-এর কৌঁসুলি জুলফিকারের উপর আজ ইসলামাবাদে সকাল সাড়ে সাতটা নাগাদ অজ্ঞাতপরিচয়ের কিছু সশস্ত্র বাইক আরোহী জুলফিকার আলির গাড়িতে গুলি চালায়। সেই সময় গাড়ি চালাছিলেন জুলফিকার। বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তাঁর শরীর।

Updated By: May 3, 2013, 11:07 AM IST

২৬/১১-এর মুম্বই হামলা ও বেনজির ভুট্টো হত্যা মামলার আইনী দায়িত্বপ্রাপ্ত পাক আইনজীবী চৌধুরি জুলফিকার আলিকে গুলি করে হত্যা করল একদল দুষ্কৃতী। সূত্রে খবর, এফআইএ-এর কৌঁসুলি জুলফিকারের উপর আজ ইসলামাবাদে সকাল সাড়ে সাতটা নাগাদ অজ্ঞাতপরিচয়ের কিছু সশস্ত্র বাইক আরোহী জুলফিকার আলির গাড়িতে গুলি চালায়। সেই সময় গাড়ি চালাছিলেন জুলফিকার। বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তাঁর শরীর।
আলির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলাকে ধাক্কা মারে। পরে ওই মহিলাও মারা গেছেন বলে খবর। এই হামলায় আহত হয়েছেন চৌধুরি জুলফিকারের দেহরক্ষীও।
গুরুতর আহত অবস্থায় জুলফিকারকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আজ রাওয়াল পিন্ডির একটি সন্ত্রাস বিরোধী আদালতে বেনজির ভুট্টো হত্যা মামলা সওয়াল জবাব করারা কথা ছিল জুলফিকার আলির।

.