চাঁদের প্রথম মানুষের সম্মানে অর্ধনমিত আমেরিকার জাতীয় পতাকা

গত সোমবার আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা ঘোষণা করেন নিল আর্মস্ট্রংকে সমাধিস্ত করার দিন তাঁর স্মৃতির উদ্দ্যেশে আমেরিকার সরকারি ভবন ও দূতাবাস গুলির জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

Updated By: Aug 28, 2012, 07:15 PM IST

গত সোমবার আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা ঘোষণা করেন নিল আর্মস্ট্রংকে সমাধিস্ত করার দিন তাঁর স্মৃতির উদ্দ্যেশে আমেরিকার সরকারি ভবন ও দূতাবাস গুলির জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
আর্মস্ট্রংয়ের পরিবার বিশ্ববাসীকে ধন্যবাদ জানিয়েছেন চাঁদের মাটিতে পা রাখা প্রথম মহাকাশচারীর মৃত্যুতে সমবেদনা প্রকাশ করার জন্য। পরিবারের তরফে আরও জানানো হয়েছে কেউ তাঁকে সম্মান জানাতে চাইলে তাঁর তৈরি চিনচিন্নতি চিল্ড্রেন মেডিকেল সেন্টার (নিল আর্মস্ট্রং নিউ ফ্রন্টেয়ারস্ ইনিশিয়েটিভ) এবং টেলুরাইড ফাউন্ডেশন্ (নিল আর্মস্ট্রং স্কলারসিপ ফান্ড)-এ এসে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারেন।
বলা বাহুল্য, আর্মস্ট্রংয়ের মৃত্যুতে বিশ্বের মহাকাশ গবেষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্পেস ফাউন্ডেসানের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়ট এইচ পুলহাম জানিয়েছেন, স্বভাবে নম্র ও মৃদুভাষী নায়ক আর্মস্ট্রং সর্বদাই কৃতজ্ঞ ছিলেন তাঁর দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিজ্ঞানীদের প্রতি। সেইসঙ্গে তিনি সবসময় নতুন প্রজন্মর উতসাহ বাড়িয়েছেন। নাসার বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতেও দেখা গেছে নিল আর্মস্ট্রংকে।

.