এই দেশের স্ত্রী'রা স্বামীকে জুতোপেটা করতে প্রথম!!!

ওয়েব ডেস্ক : বিশ্বের বিভিন্ন উন্নতশীল দেশে নারীদের সম্মান ও অধিকার নিয়ে রয়েছে নানা অভিযোগ। এমনকী উন্নতির শিখরে থাকা আমেরিকা থেকে মধ্য প্রাচ্যের দেশগুলি...সর্বত্রই রয়েছে এই নিয়ে সমস্যা। সমস্যা রয়েছে আমাদের দেশ ভারতবর্ষেও। কিন্তু, এই ছবির ব্যতিক্রমও রয়েছে। রয়েছে এমন কিছু দেশও যেখানে উলটপুরাণও দেখা যায়।

আরও পড়ুন- যে নারী রাঁধতে জানে না, তাঁকে কক্ষনও বিয়ে নয়! এটা বলেই ফেঁসে গেলেন মানুষটা!

বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার ও অবহেলার শিকার হতে হয়েছে এবং হয় নারীদের। তবে, সেখানে এই ছবিটি দেখলে আপনিও হয়তো নিজের চিন্তাধারাকে বদলাবেন। দুনিয়ায় এমনও কয়েকটি দেশ আছে যেখানে স্ত্রী'রা স্বামী পেটানোয় বিশ্বে সেরার তকমা পেয়েছেন। সমীক্ষায় বলা হচ্ছে, মিশরের মহিলারা স্বামীকে শায়েস্তা করতে বিশেষ ভাবে পারদর্শী।

তবে, অবাক হবেন শুনলে এই তালিকায় রয়েছে আমেরিকা ও ভারতও। বলা হয়েছে মিশরে ৬৬ শতাংশ ক্ষেত্রে স্ত্রীরা স্বামীর সঙ্গে হীন আচরণ ও মারধরের পরে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন। এমনকী, সেই দেশে স্ত্রীর অত্যাচার সহ্য না করতে পেরেও সেখানে আদালতের দ্বারস্থ হয়েছেন বহু স্বামীই। আরও বলা হয়েছে মিশরের মহিলারা স্বামীকে মারধরের সময় ব্যবহার করেন পিন, বেল্ট থেকে জুতোও।

English Title: 
OMG!!! This country tops in wife beating husband
News Source: 
Home Title: 

এই দেশের স্ত্রী'রা স্বামীকে জুতোপেটা করতে প্রথম!!!

এই দেশের স্ত্রী'রা স্বামীকে জুতোপেটা করতে প্রথম!!!
Caption: 
ছবিটি প্রতীকী
Yes
Is Blog?: 
No