ইউরোজোনে আশাবাদী ওবামা

ইউরোজোনের ঋণসঙ্কট মোকাবিলার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কানে জি-২০ শীর্ষ সম্মেলন শেষে ওবামা বলেছেন, ইউরোপে পরিস্থিতির মোকাবিলায় গ্রিসের আর্থিক সঙ্কট মেটানোর একান্ত জরুরি। এই মুহুর্তে সরাসরি আর্থিক সাহায্যের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Updated By: Nov 5, 2011, 03:37 PM IST

ইউরোজোনের ঋণসঙ্কট মোকাবিলার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কানে জি-২০ শীর্ষ সম্মেলন শেষে ওবামা বলেছেন, ইউরোপে পরিস্থিতির মোকাবিলায় গ্রিসের আর্থিক সঙ্কট মেটানোর একান্ত জরুরি। এই মুহুর্তে সরাসরি আর্থিক সাহায্যের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ইউরোজোনের ঋণসঙ্কট মোকাবিলায় আন্তর্জাতিক অর্থভাণ্ডারকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ইউরোজোনের ঋণসঙ্কট এবং বিশেষ করে গ্রিসের অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মাঝেই শুরু হয়েছিল জি-২০ শীর্ষ সম্মেলন। প্রত্যাশামতই আলোচনার সিংহভাগ জুড়ে ছিল ইউরোপের আর্থিক সঙ্কট। তবে এই সঙ্কট মোকাবিলায় ইউরোপ দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হবে বলেই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। ওবামার মতে আপাতত প্রাথমিক দায়িত্ব হল গ্রিসের অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলা করা। তার জন্য ইউরোজোন প্রস্তাবিত আর্থিক প্যাকেজ মেনে নেওয়ার উপর জোর দিয়েছেন ওবামা। ইউরোজোনের এই সঙ্কট মার্কিন অর্থনীতির ওপরও প্রভাব ফেলবে। তাই ইউরোজোনের ঋণ সঙ্কট মোকাবিলায় ইউরোপিয় দেশগুলিকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু গ্রিস নয়। ইতালি, স্পেন, পর্তুগালসহ একাধিক ইউরোপীয় দেশ তীব্র অর্থনৈতিক সঙ্কটের শিকার। বেহাল অর্থনীতি নিয়ে জেরবার দেশগুলির পাশে দাঁড়ানোর কথা বলা হলেও, এই মুহুর্তে অর্থসাহায্যের কোনও সিদ্ধান্ত হয়নি জি-২০ সম্মেলনে। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি জানিয়েছেন, ইউরোজোনের পরিস্থিতির কথা ভেবেই আন্তর্জাতিক অর্থভাণ্ডারকে আরও শক্তিশালী করে তোলা হবে। আগামী ফেব্রুয়ারী মাসে সরাসরি সাহায্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

.