দেশের অর্থনীতি এখন সব চেয়ে খারাপ অবস্থায়, স্বীকার কিমের

লকডাউনের জেরে উত্তর কোরিয়ার সাধারণ মানুষ চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন।

Updated By: Apr 8, 2021, 03:19 PM IST
দেশের অর্থনীতি এখন সব চেয়ে খারাপ অবস্থায়, স্বীকার কিমের

নিজস্ব প্রতিবেদন: ভাঙেন তবু মচকান না। উত্তর কোরিয়ার দোর্দণ্ডপ্রতাপ শাসক কিম জন উন তেমনই এক কড়া ধাতের মানুষ। কিন্তু সেই তিনিও প্রকাশ্যে স্বীকার করে নিলেন, তাঁর দেশের অর্থনৈতিক অবস্থা এখন বেশ খারাপ।

North Korean leader Kim Jong Un রাজধানী Pyongyang-য়ে Workers' Party's cell secretaries-এর সঙ্গে বৈঠকে বলেন-- দেশ এখন সব চেয়ে খারাপ পরিস্থিতির (worst-ever situation) মধ্যে দিয়ে যাচ্ছে। কী ভাবে এই অবস্থা থেকে উত্তর কোরিয়াকে টেনে তোলা যায়, দলীয় কর্মীদের সঙ্গে তা নিয়েও আলোচনা করেন তিনি।

আরও পড়ুন:  ভয়াবহ camp 7 অবশেষে বন্ধ করল US

দশ বছর ধরে একচ্ছত্র ভাবে দেশ শাসন করছেন কিম। তবে সম্ভবত এই প্রথম দলীয় কর্মীদের সামনে এভাবে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন তিনি। স্বীকার করে নিলেন দেশের অর্থনৈতিক অবস্থা মোটেই ভাল নয়। 

করোনা সংক্রমণ রুখতে বিশ্বের আর পাঁচটা দেশের মতো উত্তর কোরিয়াতেও লকডাউন (lockdown) ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন কিম জং। কিন্তু তার ফলে দেশের আর্থিক বৃদ্ধি তলানিতে গিয়ে ঠেকেছে। সাধারণ মানুষ চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন। 

আরও পড়ুন: নাইজেরিয়ার কারাগারে হামলা, বেপাত্তা ২০০০ বন্দি

.