হাতে স্লিং, হাঁটুতে ব্যান্ডেজ; শর্টস পরেই বিয়ে করতে এলেন বর!

ঘটনার পিছনে লুকিয়ে আছে ছোট্ট একটি দুর্ঘটনা।

Updated By: Apr 7, 2021, 07:54 PM IST
হাতে স্লিং, হাঁটুতে ব্যান্ডেজ; শর্টস পরেই বিয়ে করতে এলেন বর!

নিজস্ব প্রতিবেদন: বিয়ের দিন, মানে হল জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এদিন সাধারণত আড়ম্বরপূর্ণ পোশাকই পরেন বর-কনে। তবে এদিনের পোশাক নিয়ে পরীক্ষাও করেন কেউ কেউ। কেউ ভাবতেই পারেন তিনি চমক দেবেন। কিন্তু তাই বলে শর্টস পরে বিয়ে? 

হ্যাঁ, তেমনই ঘটেছে ইন্দোনেশিয়ায় (Indonesia)। East Java-য় একটি বিয়ের আসরে (wedding) দেখা যাচ্ছে, খালি গায়ে বর বসে আছেন হাফপ্যান্ট (pair of shorts) পরে! রীতিমতো ভাইরাল হয়েছে এই ছবি।

আরও পড়ুন: সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চই হয়ে উঠল অসুন্দর, বিজয়িনীর মাথা থেকে ছিনিয়ে নেওয়া হল Crown

না, এ কোনও স্টাইল স্টেটমেন্ট নয়। বরং কিঞ্চিৎ মজাদার এই ঘটনার পিছনে লুকিয়ে আছে একটি ছোট্ট বিষাদ। বলা ভাল একটি ছোট্ট দুর্ঘটনা। বিয়ের চারদিন আগে বর বাবাজি মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন। তাঁর শরীরে যেরকম আঘাত লেগেছে, তাতে বরের প্রথাগত পোশাক পরে তাঁর পক্ষে বিয়ে করতে আসা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে তাঁকে এই অদ্ভুত পোশাকে বিয়ে করতে আসতে হল। বরের হাতে arm sling। হাঁটুতে bandage।

তবে কনে প্রথামতো (traditional Javanese wedding attire) দিব্য সুন্দর পোশাকেই সজ্জিতা।

আরও পড়ুন: নাইজেরিয়ার কারাগারে হামলা, বেপাত্তা ২০০০ বন্দি

.