এবার সেনা প্রধানকে মৃত্যুদণ্ড উত্তর কোরিয়ায়

হাইড্রোজেন বোমা, রকেট উতক্ষেপণের পর এবার সেনা প্রধানকে মৃত্যুদণ্ড। কিম জং-আনের নিষ্ঠুরতার তালিকায় এটি নবতম সংযোজন। আন্তর্জাতিক মহলকে তোয়াক্কা না করে উত্তর কোরিয়া আছে উত্তর কোরিয়াতেই।

Updated By: Feb 10, 2016, 06:03 PM IST
এবার সেনা প্রধানকে মৃত্যুদণ্ড উত্তর কোরিয়ায়

ওয়েব ডেস্ক : হাইড্রোজেন বোমা, রকেট উতক্ষেপণের পর এবার সেনা প্রধানকে মৃত্যুদণ্ড। কিম জং-আনের নিষ্ঠুরতার তালিকায় এটি নবতম সংযোজন। আন্তর্জাতিক মহলকে তোয়াক্কা না করে উত্তর কোরিয়া আছে উত্তর কোরিয়াতেই।

আর্মি চিফ অফ স্টাফ রি ইয়ং গিলকে মৃত্যুদণ্ড দেওয়ার খবরটি দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। যতদূর জানা যাচ্ছে, চলতি মাসের গোড়ার দিকেই দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় গিলকে।

এর আগে ২০১৩-তে নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখতে নিজের কাকাকে কুকুর দিয়ে খাইয়েছিল উত্তর কোরিয়া শাসক। গতবছর মে মাসে গুলিবিদ্ধ করে মারা হয়েছিল প্রতিরক্ষা প্রধানকেও।

.