থামছে না তালিবানি সন্ত্রাস

আফগানিস্তানের হেরাটে দূর নিয়ন্ত্রিত মাইন বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্য দুজন মহিলা পুলিসকর্মী ,একজন সাধারণ নাগরিক।

Updated By: Sep 29, 2011, 10:20 PM IST

আফগানিস্তানের হেরাটে দূর নিয়ন্ত্রিত মাইন বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্য
দুজন মহিলা পুলিসকর্মী ,একজন সাধারণ নাগরিক । জঙ্গি নাশকতায় পাঁচ নেটো সেনার মৃত্যুর
২৪ ঘন্টার মধ্যে এই ঘটনায়, নতুন করে প্রশ্নের মুখে আফগানিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতি ।
বুধবার আফগান পুলিসের ৯ কর্মীকেও খুন করেছে তালিবান জঙ্গিরা ।
রাষ্ট্রসংঘের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,আফগানিস্তানে গত ৮ মাসে হিংসা ৪০ শতাংশ বেড়েছে ।
আন্তর্জাতিক শান্তিবাহিনী তার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে । বাস্তব কিন্তু অন্য কথা বলছে ।
দুদিন আগেই পথের ধারে পেতে রাখা বোমা ফেটে ১ ৬ জন বরযাত্রীর মৃত্যু হয়েছে হেরাট প্রদেশে ।
নিহতদের মধ্য ১ ১ জন শিশু । বুধবার ৫ নেটো সেনার মৃত্যুও হয়েছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ
ডিভাইস বিস্ফোরণে । ২০ ১১ ১ -র আট মাসে এধরনের ঘটনায় মারা গিয়েছেন ২,১ ০ ৮ জন ।
যা ২০ ১ ০ -র তুলনায় ৪০ শতাংশ বেশি । আই ক্যাজুয়ালটিজ ডট ওআরজি নামে একটি ওয়েবসাইটের
মতে,এবছর আফগানিস্তানের মাটিতে ৪৫৯ জন বিদেশি সেনার মৃত্যু হয়েছে । বর্তমানে আফগানিস্তানে
১ লক্ষ ৪০ হাজার বিদেশি সেনা রয়েছে । যার বেশিরভাগই মার্কিন সেনা । ২০ ১ ৪ সালের মধ্যে
অধিকাংশ বিদেশি সেনাই আফগানিস্তান থেকে সরে যাবে ।

.