এখনও বয়স দশের কোঠা পেরোয়নি। কিন্তু তার আগেই সফলভাবে নিজের জন্ম দিতে মা কে সাহায্য করল শিকোগোর ছোট্ট আলিশা মেজা। সে এখন শিকাগোর সেরা দিদি।

একটি সংবাদ মাধ্যমকে আলিশা বলেছে, "হঠাত্ করেই লেবর পেন শুরু হয় মায়ের। আমার মনে হয় গর্ভস্থ শিশুটি বাইরে বেরিয়ে আসছে। মাকে বলি চাপ দিতে, শিশুটি বাইরে এলেই আমি ধরে নেবো। মা ভয় পেয়ে যায়। কিন্তু আমি ছোট্ট বোনকে সময়মতো কোলে নিয়ে নিই। তোয়ালে দিয়ে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরি তাকে। বোনের শরীরে একটু বেগুনি ভাব থাকায় আমি প্রতিবেশীদের ডেকে আনি।" শুধু তাই নয় ছোট্ট শিশুটির গলায় জড়িয়ে থাকা আম্বিলিকাল কর্ডও সফলভাবে ছাড়িয়েছে আলিশা।

জন্মের পর প্রতিবেশীরাই মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যান। বর্ষবরণের দিন বাড়ি ফিরেছেন তাঁরা। আলিশা জানিয়েছে টিভিতে দেখা একটি শো থেকেই শিশু জন্মের পদ্ধতি শিখেছিল সে। ভবিষ্যতে প্যারামেডিক হওয়ার স্বপ্ন দেখে সে। গর্বিত মা মনিক জানিয়েছেন, "আলিশা সবসময়ই কঠিন পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলাতে পারে। কিন্তু এই বয়সেই সে যা পরিণত বুদ্ধির পরিচয় দিয়েছে আমিও ভাবতে পারিনি। ওর উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।"

English Title: 
Nine year old Chicago girl helps deliver sister
Home Title: 

নিজের ছোট বোনের জন্ম দিল ৯ বছরের দিদি আলিশা

No
19170
Is Blog?: 
No