সংস্কৃতে শপথ নিলেন নিউ জিল্যান্ডের এই সাংসদ

গৌরব বলেছেন, ৩৫০০ বছরের পুরনো ভাষা সংস্কৃত। মনে করা হয় ভারতের সব ভাষার জননী এই ভাষা।  তাই এই ভাষাকে সম্মান জানালাম।

Updated By: Nov 25, 2020, 10:30 PM IST
সংস্কৃতে শপথ নিলেন নিউ জিল্যান্ডের এই সাংসদ

নিজস্ব প্রতিবেদন: বিদেশের মাটিতে দেশিয় ভাষায় শপথ! সুরিনামের প্রসিডেন্টের পর এবার নিউ জিল্যান্ডের সাংসদ। শপথ নিলেন সংস্কৃতে।

আরও পড়ুন-করোনা সতর্কতায় ফের চালু কন্টেনমেন্ট জোন, নয়া গাইডলাউন জারি কেন্দ্রীয় সরকারের  

বুধবার নিউ জিল্যান্ডের লেবার পার্টির সাংসদ গৌরব শর্মা সাংসদ হিসেবে শপথ নিলেন সংস্কৃতে। এবাবেই নিউ জিল্যান্ডে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের শিকড়ের কথা মনে করালেন হ্যামিলটন ওয়েস্টের সাংসদ। এর আগে সুরিনামের প্রেসিডেন্ট চন্দ্রিকাপ্রসাদ শপথ নিয়েছিলেন সংস্কৃতে।

সংস্কৃতে তাঁর শপথ নেওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় গৌরবকে বিভিন্ন প্রশ্ন করেছেন নেটিজেনরা।  অনেকেই প্রশ্ন তুলেছেন, সংস্কৃতে কেন! হিন্দিতে নয় কেন!

গৌরব টুইট করেছেন, আমিও এনিয়ে ভেবেছি। আমার ভাষা পাহাড়িতে শপথ নিতে পারতাম। গুরুমুখী ভাষায় নিতে পারতাম। সাবইকে খুশি করা সম্ভব ছিল না। তাই মনে হল সংস্কৃতে শপথ নিলে সব ভারতীয় ভাষাকে সম্মান জানান যাবে।

আরও পড়ুন-গোটা বাংলায় আমিই পর্যবেক্ষক: মমতা 

প্রধানমন্ত্রী জেসিকা অর্ডেনের দলের সাংসদ গৌরব আরও বলেছেন, দেশ থাকাকালীন গ্রামের স্কুলে খুব কম দিনই পড়েছিলাম সংস্কৃত। ৩৫০০ বছরের পুরনো ভাষা সংস্কৃত। মনে করা হয় ভারতের সব ভাষার জননী এই ভাষা।  এই ভাষাকে সম্মান জানালাম।

.