New York City Sinking: ক্রমশ মাটির ভিতরে ঢুকে যাচ্ছে নিউ ইয়র্ক! পুরোপুরি তলিয়ে যাবে স্বপ্নের এ শহর?
New York City sinking: বন্যার প্রকোপ নিয়মিত সামলাতে হয় নিউ ইয়র্ক শহরটিকে। সঙ্গে রয়েছে সমুদ্রপৃষ্ঠের জলস্তরবৃদ্ধির সংকটও। কিন্তু গোদের উপর বিষফোড়ার মতো এবার শোনা যাচ্ছে এ শহরের মাটির ভিতরে ঢুকে যাওয়ার কাহিনি। কেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি জানা গিয়েছে, ক্রমশ বসে যাচ্ছে নিউ ইর্য়ক শহর! কেন? গগনচুম্বী সব অট্টালিকার ওজনের ভয়ংকর চাপে একটু-একটু করে মাটির গভীরে ঢুকে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত এই শহর। সাম্প্রতিক এক গবেষণায় চাঞ্চল্যকর এই খবর সামনে এসেছে। গবেষণায় বলা হয়েছে, নিউ ইয়র্ক শহরের আশপাশে যেসব জলাশয় আছে, তাদের ওয়াটারলেভেলের তুলনায় নীচে বসে যাচ্ছে নিউ ইয়র্ক শহর। যেটা আরও চিন্তার।
আরও পড়ুন: A Trio of Asteroids: একই দিনে তিনটি গ্রহাণু! পৃথিবীর আয়ু কি আর কয়েক মুহূর্ত?
সত্যিই কতটা ভার যে, মাটি ভেদ করে ঢুকে যাচ্ছে আস্ত শহর?
ভার মোটেই ফেলনা নয়। জানা গিয়েছে, ৮৪ লক্ষ লোকের বসবাসস্থল এ শহরের বিল্ডিংগুলির সব মিলিয়ে ওজন প্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি পাউন্ড! এত ওজন সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে সমুদ্র-তীরবর্তী এই শহরের মাটি। এ সংক্রান্ত গবেষণাটি চালিয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষণ ও রোড আইল্যান্ড ইউনিভার্সিটির ভূতাত্ত্বিকরা। আর্থস ফিউচার জার্নালে এই সমীক্ষা প্রকাশিত হয়েছে।
কী জানা গিয়েছে সেই সমীক্ষা থেকে?
আরও পড়ুন: Everest Man Kami Rita: ২৭ বার এভারেস্ট জয়! নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এভারেস্ট ম্যান...
জানা গিয়েছে ভয়ংকর তথ্য। প্রতি বছর নাকি ১-২ মিলিমিটার করে বসে যাচ্ছে নিউ ইয়র্ক অঞ্চলটি। ম্যানহাটনের মতো এলাকাগুলি সবচেয়ে দ্রুত বসে যাচ্ছে। খারাপ অবস্থা ব্রুকলিনেরও।
বন্যার প্রকোপও নিয়মিত সামলাতে হয় এই শহরটিকে। সঙ্গে রয়েছে সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধির সংকট। সারা বিশ্বের সমুদ্রের জলস্তর বৃদ্ধির যে-গড় তার তুলনায় উত্তর আমেরিকার আটলান্টিক উপকূল বরাবর সমুদ্রের জলস্তর বৃদ্ধির আশঙ্কা অন্তত ৩-৪ গুণ বেশি! ফলে আতঙ্কের বাতাবরণ এখানে একরকম তৈরিই। এই পরিস্থিতিতে ঘনবসতি পূর্ণ এই অঞ্চলে যে কোনও দিন ঘটে যেতে পারে বড়সড় বিপর্যয়!