অনার কিলিং প্রমাণিত হলে চরম সাজা মৃত্যুদণ্ড জানিয়ে দিল পাক সংসদ
করে দেখালেন নওয়াজ শরিফ। অনার কিলিংয়ে ফাঁসির সাজা। নতুন আইন চালু হল পাকিস্তানে।
ওয়েব ডেস্ক: করে দেখালেন নওয়াজ শরিফ। অনার কিলিংয়ে ফাঁসির সাজা। নতুন আইন চালু হল পাকিস্তানে।
কান্দিল বালোচ ছিলেন সুপার মডেল। সোশাল মিডিয়ায় খোলা-মেলা। তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল অগুন্তি। তাই, পরিবারের সম্মান রক্ষার নামে নিজের ভাইয়ের হাতে যখন খুন হলেন তিনি, তখন আমরা সবাই তা জানলাম। কান্দিলের মতোই প্রতি বছর পাকিস্তানে পাঁচশো মহিলা অনার কিলিংয়ের শিকার হন। তাঁদের কথা অবশ্য সেভাবে জানা যায় না। কারণ, তাঁরা সবাই যে আম-আদমি।
আরও পড়ুন- কান্দিল বালোচ মৃত, গুলি করে মারল ভাই!
শরমিনের মতো পাকিস্তানের বুদ্ধিজীবীরা নওয়াজ শরিফের ওপর চাপ বাড়াচ্ছিলেন। পাকিস্তানের আইন অনুযায়ী এতদিন পরিবারের সম্মান রক্ষার নামে বাড়ির মহিলাকে খুন করেও পার পেয়ে যেতে কোনও সমস্যা ছিল না। পরিবারের অন্য সদস্যরা তাকে ক্ষমা করে দিয়েছেন বলে জানালেই অনায়াসে চলে আসা যেত গরাদের বাইরে। এই ব্যবস্থা বদলে দেওয়ার দাবি উঠছিল সমাজের নানা স্তরে। পাক পার্লামেন্টের যৌথ অধিবেশনে সর্বসম্মতিতে এ বার পাশ হল নতুন আইন। নতুন আইনে বলা হয়েছে, অনার কিলিং প্রমাণিত হলে চরম সাজা মৃত্যুদণ্ড। পরিবারের লোকেরা যদি খুনি সদস্যকে ক্ষমাও করে দেন তাহলেও তাকে যাবজ্জীবন জেল খাটতে হবে।