ভিডিয়ো: 'আবকি বার ট্রাম্প সরকার' মার্কিন প্রেসিডেন্টকে পাশে নিয়ে বার্তা দিলেন মোদী

মোদীর শোয়ে অতিথি ট্রাম্প। 

Updated By: Sep 22, 2019, 11:08 PM IST
ভিডিয়ো: 'আবকি বার ট্রাম্প সরকার' মার্কিন প্রেসিডেন্টকে পাশে নিয়ে বার্তা দিলেন মোদী

নিজস্ব প্রতিবেদন: টেক্সাসে মোদীর শো। আর সেই শোয়ে অতিথি হলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। মঞ্চে ট্রাম্পকে নিয়ে মোদী আসতেই গোটা স্টেডিয়াম ফেটে পড়ল জয়ধ্বনিতে। শুরু হল দুই দেশের জাতীয় সংগীত। এরপর ট্রাম্পকে পাশে নিয়ে বলতে শুরু করেন নরেন্দ্র মোদী। গোটা স্টেডিয়ামে তখন মোদী, মোদী জয়ধ্বনি। প্রধানমন্ত্রীর গোটা বক্তব্য জুড়েই ছিল মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা। আর অনাবাসী ভারতীয়দের মোদী বার্তা দিলেন, আব কি বার ট্রাম্প সরকার। 

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন,''ট্রাম্পের সঙ্গে প্রথমবার দেখা করেছিলাম যখন উনি বলেছিলেন, হোয়াইট হাউসের সত্যিকারের বন্ধু ভারত। ওনার এখানে উপস্থিতিই সেটা বুঝিয়ে দিচ্ছে। গত কয়েক বছর ধরে আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে।'' সে কথা মনে করিয়ে ট্রাম্পও বলেন,''মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ভারতের ভালো বন্ধু আর কেউ নেই। আমার জমানায় দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।''  

ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে নরেন্দ্র মোদী বলেন,''ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের জন্য উনি অনেক কাজ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রই ওনার অগ্রাধিকার। তাই বলছি, আবকি বার ট্রাম্প সরকার।''    

.