ঐতিহাসিক মুহূর্ত, মার্কিনভূমে 'হাউডি মোদী'র মঞ্চে প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময় ভিসা দেয়নি তাঁকে। সেই মার্কিন মুলুকেই তাঁর মঞ্চে হাজির হলেন খোদ ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে প্রথমবার অন্য দেশের রাষ্ট্রনায়কের সভায় হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদী। তাঁর হাত ধরে এলেন সভামঞ্চে।

Updated By: Sep 22, 2019, 10:49 PM IST
ঐতিহাসিক মুহূর্ত, মার্কিনভূমে 'হাউডি মোদী'র মঞ্চে প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময় ভিসা দেয়নি তাঁকে। সেই মার্কিন মুলুকেই তাঁর মঞ্চে হাজির হলেন খোদ ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে প্রথমবার অন্য দেশের রাষ্ট্রনায়কের সভায় হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদী। তাঁর হাত ধরে এলেন সভামঞ্চে।

প্রধানমন্ত্রীর সঙ্গে হাউডি মোদী অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের থাকার কথা আগেই জানা গিয়েছিল। হাউস্টনের উদ্দেশে রওনার পথে ট্রাম্প টুইট করে জানান, আমার বন্ধুর সঙ্গে থাকব হাউস্টনে। টেক্সাসে দারুণ একটা দিন হতে চলেছে।

ট্রাম্পকে স্বাগত জানিয়ে মোদী টুইট করেছেন, নিশ্চিতভাবে দারুণ দিন হতে চলেছে। আপনার সঙ্গে সাক্ষাতে মুখিয়ে রয়েছি।

ট্রাম্পের উপস্থিতিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মার্কিন মুলুকে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ''এটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। মোদী-ট্রাম্প একে অপরের সঙ্গে খুব স্বচ্ছন্দ। দুই নেতার ব্যক্তিগত রসায়ন ও বন্ধুত্বের ফলেই এটা সম্ভব হচ্ছে।''

 

        

 

Tags:
.