মৃত সন্তান প্রসবের পর হাসপাতালের খাটের ফ্রিজেই ৪৮ ঘণ্টা সন্তানকে বুকে আগলে রাখলেন মা

Updated By: Sep 5, 2014, 02:17 PM IST
মৃত সন্তান প্রসবের পর হাসপাতালের খাটের ফ্রিজেই ৪৮ ঘণ্টা সন্তানকে বুকে আগলে রাখলেন মা

গত মে মাসে মৃত কন্যাসন্তানের জন্ম দেন শেলি লেমন্ড। কিন্তু মৃত হলেও নিজের সন্তানকে কোলছাড়া করতে চাইছিলেন না শেলি। তাই হাসপাতালই করে দিল ব্যবস্থা। রেফ্রিজরেটর কাডল কটে একই ঘরে বাবা, মায়ের রাখা হল মৃত মেবেলকে।

শেলি (৩৯) ও তাঁর স্বামী রিক (৪৮) মৃত সন্তানের সঙ্গে দুদিন কাটান। সঙ্গে ছিলেন তাঁদের অন্য সন্তানরাও। ১৪ বছরের টাইসন, ৪ বছরের স্টেলা ও ১২ বছরের কোলে। এই ধরনের কাডল কটে থাকলে মৃতশিশুকে মর্গে না রেখেই ৪৮ ঘণ্টা সুস্থ রাখা যায়। এই ঘটনার ১ বছর পর ৪ মাসের গর্ভাবস্থায় এক স্বেচ্ছাসেবী সংস্থাকে এরকমই একটি কাডল কট দান করেন শেলি। আর তারপরই দুর্ভাগ্যবশত আবারও মৃত সন্তানের জন্ম দেন তিনি। মে মাসের ১৬ তারিখ গর্ভাবস্থার মাত্র ১৮ সপ্তাহ ৩ দিনের মাথায় মৃত সন্তান প্রসব করেন শেলি।

এখনও পর্যন্ত চারবার মৃত সন্তানের জন্ম দিয়েছেন শেলি। তিনটি সন্তানের পর ২০০৯ সালের ১১ ডিসেম্বর মৃত সন্তান মাটিল্ডার জন্ম দেন শেলি। এরপর ২০১২ সালের জুন মাসে পার্ল, আগের বছর মে মাসে মেবেল ও এই বছর এলসা, প্রত্যেকেই পৃথিবীতে আসার আগেই ঢলে পড়েছে মৃত্যুর কোলে। বারবার শেলির গর্ভে সন্তানের মৃত্যুর কারণ খুঁজে পাচ্ছেন না চিকিত্‍সকরা।

 

 

 

.