বালিতে ওবামা, জিয়াবাওয়ের সঙ্গে বৈঠক করলেন মনমোহন সিং
ইন্দোনেশিয়ার বালিতে আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে ভারসাম্যের কূটনীতিরই অনুশীলন করলেন মনমোহন সিং। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চিনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে দু'টি পৃখক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার বার্তা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন বিশ্বের দুই প্রধান যুযুধান সামরিক শক্তির সঙ্গেই সখ্য বজায় রাখতে চায় তাঁর সরকার।
ইন্দোনেশিয়ার বালিতে আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে ভারসাম্যের কূটনীতিরই অনুশীলন করলেন মনমোহন সিং। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চিনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে দু'টি পৃখক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার বার্তা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন বিশ্বের দুই প্রধান যুযুধান সামরিক শক্তির সঙ্গেই সখ্য বজায় রাখতে চায় তাঁর সরকার।
ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও অস্বস্তির কাঁটা নেই। বরং বিগত কয়েক বছরে দু`দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে। পারস্পরিক আস্থাও বাড়ছে। শুক্রবার ইন্দোনেশিয়ার বালিতে, আসিয়ান সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে পার্শ্ববৈঠকের পর এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিদেশমন্ত্রক সূত্রে খবর, এই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অসামরিক পরমাণু চুক্তিকে কার্যকর করার ব্যাপারে কথা হয়েছে। পাশাপাশি সন্ত্রাস মোকাবিলায় যৌথ মেকানিজম গঠন, অর্থনৈতিক যোগাযোগ নিবিড় করা, সামরিক সহযোগিতা বৃদ্ধি-সহ অন্যান্য বিষয় নিয়েও কথা হয় দু`জনের মধ্যে।
গতকাল অস্ট্রেলিয়ার সংসদে বক্তব্য রাখতে গিয়ে চিনকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, `আমেরিকাই প্রশান্ত মহাসাগরীয় এলাকার নির্ণায়ক সামরিক শক্তি। আর তাঁর সরকার সেই ক্ষমতা ধরে রাখতে চায়।` বেজিং-ওয়াশিংটন টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে বারাক ওবামার ভারত সংক্রান্ত নীতি নিয়ে যথেষ্ট কৌতুহল তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। ফলে আসিয়ান শীর্ষবৈঠকের ফাঁকে মনমোহনের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছিল মিডিয়ায়।
ঠিক একই ভাবে দক্ষিণ চিন সাগরে ভিয়েতনাম শুভেচ্ছা সফরে যাওয়া ভারতীয় রণতরীকে চিনা ফৌজের তথাকথিত হুমকি ঘিরে নয়াদিল্লি-বোজিং কূটনৈতিক টানাপোড়েনর বিষয়টিও যথেষ্ট প্রাধান্য পেয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। বিষয়টি নিয়ে এদিনের বৈঠকে আলোচনাও করেছেন দুই প্রধানমন্ত্রী। বৈঠকের পর মনমোহন সিং এবং ওয়েন জিয়াবাওয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার যৌথ আহ্বান স্পষ্টতই উত্তেজনা প্রশমনের ইঙ্গিতবাহী। পাশাপাশি একুশ শতকের নতুন এশিয়া গড়ার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলে অনেক জল্পনাতেই জল ঢেলেছেন মনমোহন-জিয়াবাও।