মোদীর সার্ক বার্তা Highlights

পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ছাব্বিশ এগারো মুম্বই হামলা নিয়ে সরব হবেন ভারতের প্রধানমন্ত্রী।

Updated By: Nov 26, 2014, 01:41 PM IST
মোদীর সার্ক বার্তা Highlights

কাঠমান্ডু: নেপালে সার্ক সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

HIGHLIGHTS :

#আমি ভারতের পাশাপাশি সবার উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখি
#এটা আমার প্রথম সার্ক সম্মেলন। কিন্তু আপনাদের একসঙ্গে দেখা হচ্ছে এই নিয়ে দ্বিতীয়বার।
#গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি গুলি সফল ভাবে হচ্ছে। সার্ক অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সুন্দর হওয়া জরুরী।
#ভাল প্রতিবেশী থাকাটা গর্বের বিষয়।
#আমাদের এই অঞ্চল কোথায় দাঁড়িয়ে আছে?
#গত কয়েক মাসে বিশ্বের বহু দেশে আমি ঘুরেছি, প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত।
#সবাই একই দৌড়ে রয়েছে। উন্নয়নের চুড়ায় উঠতে হবে সবাইকে।
 #ভারতীয় বিনিয়োগকারী সংস্থাগুলির বেশিরভাগই বিদেশে বিনোয়ক করে। কিন্তু খুব কমই সার্ক এলাকায় রাষ্ট্রগুলিতে বিনিয়োগ করে।
#এখনও আমাদের এলাকার মধ্যে ব্যাংকক কিংবা সিঙ্গাপুরে যাওয়াই ব্যায় বহুল।
#যদিও সার্ক রাষ্ট্রগুলি ধীরে ধীরে কাছে আসছে।
#সড়ক  উন্নয়নে একসঙ্গে কাজ করছা ভারত-বাংলাদেশ।
#বৈদ্যুতিন বন্টন নিয়ে একসঙ্গে কাজ করছে ভারত ও নেপাল।
#আমার মনে হয়, যে গতিতে আমাদের এগিয়ে যাওয়া উচিৎ সেখান থেকে আমরা পিছিয়ে পড়ছি।

------------------------------------------------

পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ছাব্বিশ এগারো মুম্বই হামলা নিয়ে সরব হবেন ভারতের প্রধানমন্ত্রী।

কাঠমান্ডুতে আয়োজিত সার্ক সম্মেলনে, আজ ২০০৮ মুম্বই হামলা নিয়ে বিবৃতি দেবেন নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে ২৬/১১ মুম্বই হামলার আজই ছবছর পূর্ণ হচ্ছে। স্বাভাবিক ভাবেই নওয়াজ শরিফের উপস্থিতিতে মোদী কী বিবৃতি দেন, তার দিকে তাকিয়ে গোটা দুনিয়া।

জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন। রাষ্ট্রপুঞ্জে নওয়াজের কাশ্মীর নিয়ে বিরূপ মন্তব্য। সাম্প্রতিক অতীতে বারবার তপ্ত হয়েছে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক। ঠিক এমন একটা পরিস্থিতিতে দুই দেশের রাষ্ট্রপ্রধানের এক আন্তর্জাতিক মঞ্চে হাজির থাকা এবং সেখানে মুম্বই হামলার মতো বিষয়ের উত্থাপন, স্বাভাবিক ভাবেই কাঠমান্ডুর সার্ক সম্মেলনে অন্য মাত্রা যোগ করেছে। 

.