ভারত ও আমেরিকার মধ্যে শীঘ্রই বাণিজ্য চুক্তি হতে চলেছে, মোদীকে পাশে বসিয়ে ঘোষণা ট্রাম্পের
রাম্প হিউস্টনে আসায় আমি কৃতজ্ঞ। উনি আমার ভালো বন্ধু।
নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে যাওয়ার আগেই ভারত এবং আমেরিকার মধ্যে নতুন বাণিজ্য চুক্তির কথা শোনা গিয়েছিল। ভারত ও আমেরিকার মধ্যে খুব শীঘ্রই নতুন বাণিজ্য চুক্তি হতে চলেছে। মঙ্গলবার নিউ ইয়র্কে রাষ্ট্র সংঘের সাধারণ সভায় যৌথ সাংবাদিক সম্মেলনে সেই ইঙ্গিতই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুই রাষ্ট্রনেতার যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের পাশে বসে নরেন্দ্র মোদী বলেন, "ট্রাম্প হিউস্টনে আসায় আমি কৃতজ্ঞ। উনি আমার ভালো বন্ধু। উনি ভারতেরও ভালো বন্ধু।" মোদী আরও জানান একাধিক ইস্যুতে সদর্থক আলোচনা হয়েছে তাঁদের সঙ্গে।
New York: Prime Minister Narendra Modi and US President Donald Trump hold a meeting at the UN Headquarters. PM Modi says, "I am thankful to Trump that he came to Houston. He is my friend but he is also a good friend of India." pic.twitter.com/bXho6MFZ1o
— ANI (@ANI) September 24, 2019
We will have trade deal with India soon: Donald Trump
Read @ANI Story | https://t.co/Gr7x0dFT76 pic.twitter.com/Z18AZqapGf
— ANI Digital (@ani_digital) September 24, 2019
মোদীকে পাশে বসিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমাদের মধ্যে (ভারত-আমেরিকা) খুব বড় বাণিজ্য চুক্তি হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে খুব শীঘ্রই আমাদের মধ্যে নতুন একটা বাণিজ্য চুক্তি হতে চলেছে।"
Prime Minister Narendra Modi during bilateral meet with US President Donald Trump, in New York: As far as trade (India-US trade) is concerned, I'm happy that our Petronet signed an MoU of US$ 2.5 Billion investment in the energy sector. pic.twitter.com/FXJh9kmjFa
— ANI (@ANI) September 24, 2019
মোদী-ট্রাম্প বৈঠকে বাণিজ্যে আশার আলো। মঙ্গলবারের বৈঠকে ট্রাম্পের বিবৃতিতে আশার আলো দেখছে নয়া দিল্লি। জ্বালানি ক্ষেত্রে লগ্নি আসছে বলে জানালেন মোদী।
আরও পড়ুন - "প্রকৃতি ধংসের মুখে, আর আপনারা টাকার খেলায় মেতে আছেন?" কিশোরীর প্রশ্নে বাকরুদ্ধ বিশ্বনেতারা