৩০০ টন তেল নিয়ে 'ডুবছে' পন্যবাহী জাহাজ মডার্ন এক্সপ্রেস

কাঠ এবং মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে ফ্রান্সে আসছিল পানামায় নথিভুক্ত পন্যবাহী জাহাজ মডার্ন এক্সপ্রেস। মাঝ সমুদ্রে হঠাতই বিকল হয়ে যায় ইঞ্জিন। একটু একটু করে বাঁ দিকে কাত হতে শুরু করে জাহাজ। সেই অবস্থায় স্রোতে ভাসতে ভাসতেই ফরাসি উপকূলের দিকে এগিয়ে চলেছে মডার্ন এক্সপ্রেস। মেরামতির সব চেষ্টা ব্যর্থ হওয়ায়, বাইশজন ক্রু আকাশপথে উদ্ধার হয়েছেন। তবে  এখনই হাল ছাড়তে নারাজ জাহাজের ইঞ্জিনিয়াররা। আজ আরও একবার মেরামতির চেষ্টা তাঁরা। না পারলে তখন জাহাজের মধ্যে থাকা কাঠ এবং যন্ত্রাংশগুলো, অন্য জাহাজ পাঠিয়ে উদ্ধার করা হবে। মডার্ন এক্সপ্রেসের জ্বালানী ট্যাঙ্কে এখনও তিনশো টন তেল মজুত রয়েছে। কোনও কারণে জাহাজটি সমুদ্রে ডুবে গেলে সেই তেল যাতে জলে মিশে না যায়, সেদিকেও নজর রাখছে ফরাসি উপকূলরক্ষী বাহিনী। সোমবার সকালে বিকল হয়ে যাওয়া মডার্ন এক্সপ্রেসের অবস্থান ছিল ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে নব্বই কিলোমিটার দূরে।

Updated By: Feb 1, 2016, 03:03 PM IST
৩০০ টন তেল নিয়ে 'ডুবছে' পন্যবাহী জাহাজ মডার্ন এক্সপ্রেস

ওয়েব ডেস্ক: কাঠ এবং মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে ফ্রান্সে আসছিল পানামায় নথিভুক্ত পন্যবাহী জাহাজ মডার্ন এক্সপ্রেস। মাঝ সমুদ্রে হঠাতই বিকল হয়ে যায় ইঞ্জিন। একটু একটু করে বাঁ দিকে কাত হতে শুরু করে জাহাজ। সেই অবস্থায় স্রোতে ভাসতে ভাসতেই ফরাসি উপকূলের দিকে এগিয়ে চলেছে মডার্ন এক্সপ্রেস। মেরামতির সব চেষ্টা ব্যর্থ হওয়ায়, বাইশজন ক্রু আকাশপথে উদ্ধার হয়েছেন। তবে  এখনই হাল ছাড়তে নারাজ জাহাজের ইঞ্জিনিয়াররা। আজ আরও একবার মেরামতির চেষ্টা তাঁরা। না পারলে তখন জাহাজের মধ্যে থাকা কাঠ এবং যন্ত্রাংশগুলো, অন্য জাহাজ পাঠিয়ে উদ্ধার করা হবে। মডার্ন এক্সপ্রেসের জ্বালানী ট্যাঙ্কে এখনও তিনশো টন তেল মজুত রয়েছে। কোনও কারণে জাহাজটি সমুদ্রে ডুবে গেলে সেই তেল যাতে জলে মিশে না যায়, সেদিকেও নজর রাখছে ফরাসি উপকূলরক্ষী বাহিনী। সোমবার সকালে বিকল হয়ে যাওয়া মডার্ন এক্সপ্রেসের অবস্থান ছিল ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে নব্বই কিলোমিটার দূরে।

.