`আকাশগঙ্গা`র বিশাল বিস্তার

ঠিক কতটা বড় আমাদের ছায়াপথ `আকাশ গঙ্গা`? সাম্প্রতিক গবেষণা দাবি করছে আগে যতটা ভাবা হয়েছিল তার চাইতে ঢের বেশি বিস্তার `আকাশগঙ্গা`-র। প্রসঙ্গত আমাদের সৌর মণ্ডল `আকাশগঙ্গা`র বুকে একফালি জায়গা জুড়ে রয়েছে।

Updated By: Jun 28, 2013, 01:53 PM IST

ঠিক কতটা বড় আমাদের ছায়াপথ `আকাশ গঙ্গা`? সাম্প্রতিক গবেষণা দাবি করছে আগে যতটা ভাবা হয়েছিল তার চাইতে ঢের বেশি বিস্তার `আকাশগঙ্গা`-র। প্রসঙ্গত আমাদের সৌর মণ্ডল `আকাশগঙ্গা`র বুকে একফালি জায়গা জুড়ে রয়েছে।
কলরাডো বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানী ও পদার্থ বিজ্ঞানের গবেষকদের মতে মিল্কিওয়ের মত স্পাইরাল ছায়াপথ গুলি প্রকৃতপক্ষে আগে যা ভাবা হয়েছিল আকারে আয়তনে তার থেকে অনেক অনেক বড়।
অত্যন্ত শক্তিশালী স্পেক্ট্রোগ্রাফ দিয়ে পরীক্ষা করে কলরাডোর গবেষকরা দাবি করেছেন আকাশগঙ্গার বিস্তার ১০০,০০০ আলোকবর্ষ। যেখানে এক আলোকবর্ষ সমান ৬ট্রিলিয়ন মাইলস।

.