এবার মাত্র ৪০ সেকেন্ডেই সিনেমা ডাউনলোড হবে

সিনেমা ডাউনলোড করতে বসে ঘণ্টার পর ঘণ্টা, এমনকী গোটা একটা দিন অপেক্ষা করার দিন শেষে। এবার মাত্র ৪০ সেকেন্ডেই পুরো একটা সিনেমা ডাউনলোড হয়ে যাবে। এমনই অসম্ভব কাজকে সম্ভব করল দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় মোবাইল পরিষেবা সংস্থার। এটাই বিশ্বের দ্রুততম ওয়ারল্যাস পরিষেবায় সেটাই হতে চলেছে। এলটিই-অ্যাডভ্যান্স নেটওয়ার্কিং পরিষেবায় ফোর জি-নেটওয়ার্কের চেয়ে দ্বিগুন, আর টু জি নেটওয়ার্কের চেয়ে দশগুন তাড়াতাড়ি ডাটা ডাউনলোড করা যায়।

Updated By: Jun 27, 2013, 04:51 PM IST

সিনেমা ডাউনলোড করতে বসে ঘণ্টার পর ঘণ্টা, এমনকী গোটা একটা দিন অপেক্ষা করার দিন শেষে। এবার মাত্র ৪০ সেকেন্ডেই পুরো একটা সিনেমা ডাউনলোড হয়ে যাবে। এমনই অসম্ভব কাজকে সম্ভব করল দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় মোবাইল পরিষেবা সংস্থার। এটাই বিশ্বের দ্রুততম ওয়ারল্যাস পরিষেবায় সেটাই হতে চলেছে। এলটিই-অ্যাডভ্যান্স নেটওয়ার্কিং পরিষেবায় ফোর জি-নেটওয়ার্কের চেয়ে দ্বিগুন, আর টু জি নেটওয়ার্কের চেয়ে দশগুন তাড়াতাড়ি ডাটা ডাউনলোড করা যায়।
প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবাইট তথ্য ট্রান্সফার করা যায়। তার মানে দক্ষিণ কোরিয়ার এই মোবাইল সংস্থার কানেকশান নিলে মাত্র ৪৩ সেকেন্ডে ৮০০ মেগাবাইট সিনেমা ডাউনলোড করা হয়ে যাবে। ক দিনের মধ্যে সিওলে এই পরিষেবা চালু হয়ে যাবে। এবার সেটা আমাদের কাছে আসতে কদিন লাগে সেটারই অপেক্ষা।

.