স্কাইপে আপনার বাংলা কথা ইংরেজিতেই শুনতে পাবেন অপর প্রান্তের বিদেশি বন্ধু

ওয়েব ক্যামের সামনে বসে আপনি কথা বলে চলেছেন নিজের ভাষায়। যাঁর সঙ্গে কথা বলছেন তিনি শুনছেন তাঁর ভাষায়। এইভাবেই এখন কথা বলা যাবে স্কাইপে। মঙ্গলবার কোড টেকনোলজি কনফারেন্সে মাইক্রোসফটের এই ট্রান্সলেটরের কথা ঘোষনা করলেন স্কাইপের ভাইস প্রেসিডেন্ট গুরদীপ প্যাল।

Updated By: May 28, 2014, 10:51 PM IST

ওয়েব ক্যামের সামনে বসে আপনি কথা বলে চলেছেন নিজের ভাষায়। যাঁর সঙ্গে কথা বলছেন তিনি শুনছেন তাঁর ভাষায়। এইভাবেই এখন কথা বলা যাবে স্কাইপে। মঙ্গলবার কোড টেকনোলজি কনফারেন্সে মাইক্রোসফটের এই ট্রান্সলেটরের কথা ঘোষনা করলেন স্কাইপের ভাইস প্রেসিডেন্ট গুরদীপ প্যাল।

ইংরেজি ও জার্মান ভাষায় এই পরীক্ষা চালানো হয়। একটা বাক্য ইংরেজিতে বলার পর তা স্কাইপ নিজে থেকেই জার্মান ভাষায় অনুবাদ করে নেয়। মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা বলেন, যেদিন থেকে মানুষ কথা বলতে শিখেছে ভাষার প্রাচীর ভাঙতে চেয়েছে। যদিও এই সুবিধা বিনামূল্যে মিলছে না। অন্যদিকে গুরদীপ জানান, প্রথমে উইন্ডোজ এইটের বিটা অ্যাপ হিসেবে আসবে এই ট্রান্সলেটর।

মাইক্রোসফট নিজেদের রিসার্চ সাইটে বলেছে প্রায় দশ বছর ধরে অনুবাদ করছে মাইক্রোসফট। কিন্তু স্কাইপের কথোপকথন অনুবাদ করা অসম্ভব ব্যাপার ছিল। চার বছর আগে ফোনের কথোপকথন অনুবাদের চেষ্টা করা হয়। ২০১২ সালে চিনের তিনাজিনে মাইক্রোসফট কম্পিউটিং কনফারেন্সে সফটওয়ারের কথা বলা হয়। মাইক্রোসফট রিসার্চের প্রধান রিচ রশিদ প্রথমবার মঞ্চে এই সফটওয়ারের ডেমো দেন। তাঁর ইংরেজি কথা ম্যান্ডারিন ভাষায় অনুবাদ করা হয়েছিল।

এর আগে ২০১১ সালে জাপানি থেকে ইংরেজিতে ভয়েস ট্রান্সলেটর নিয়ে এসেছিল এনটিটি ডোকোমো।

.