বিনা ড্রাইভিংয়ে চলবে গুগলের `ছোটো ন্যানো`
আর ড্রাইভার রাখার খরচ করতে হবে না। নিজে চালাতে না জানলেও বাড়ির ড্রাইভারকে ছাড়াই লংড্রাইভে যাওয়া যাবে। কারণ গুগলের নতুন চালক বিহীন গাড়ি। দেখতে অনেকটা আমাদের ন্যানো গাড়ির মত। কয়েক মাসের মধ্যেই গুগল বার করতে চলেছে ন্যানোর `ন্যানো`। অর্থাত টাটার তৈরি ন্যানোর গাড়ির থেকেও আরও ছোটো। আরও স্টাইলিশ। কিন্তু গাড়িতে থাকবে না কোনও স্টিয়ারিং, প্যাডেল। সবটাই কম্পিউটারে চালিত হবে।
আর ড্রাইভার রাখার খরচ করতে হবে না। নিজে চালাতে না জানলেও বাড়ির ড্রাইভারকে ছাড়াই লংড্রাইভে যাওয়া যাবে। কারণ গুগলের নতুন চালক বিহীন গাড়ি। দেখতে অনেকটা আমাদের ন্যানো গাড়ির মত। কয়েক মাসের মধ্যেই গুগল বার করতে চলেছে ন্যানোর `ন্যানো`। অর্থাত টাটার তৈরি ন্যানোর গাড়ির থেকেও আরও ছোটো। আরও স্টাইলিশ। কিন্তু গাড়িতে থাকবে না কোনও স্টিয়ারিং, প্যাডেল। সবটাই কম্পিউটারে চালিত হবে।
গুগলের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই গাড়ি ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে চলতে পারে। টু সিটের গাড়িতে ড্রাইভের তেমন কোনও ভুমিকা নেই। দুর্ঘটনা এড়াতে যাবতীয় সতর্কতার পাসওয়ার্ড রয়েছে কম্পিউটারে। অতএব আপনি আর আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে চোখ বুজে চলে যান স্বপ্নের দুনিয়া। তবে একটু হয়ত অপেক্ষা করতে হবে। গুগল জানিয়েছে, এই গাড়ি তারা এখন বাজারে আনবেন না। তাদের বিজনেসের জন্য আপাতত ব্যবহার করা হবে।
এই গাড়িতে চেপে টেস্ট ড্রাইভ করতে চান তাহলে ভিডিওতে ক্লিক করুন