হাত ফিরিয়ে ট্রাম্পকে প্রত্যাখ্যান স্ত্রী মেলানিয়ার

হাত বাড়ালেই বন্ধু! কিন্তু না, ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে অন্তত তা নয়। তিনি বাড়িয়ে দিলেন হাত, কিন্তু তাঁর আঙুল ধরে পাশে হাঁটতে চাইলেন না মেলানিয়া ট্রাম্প! ইজরায়েলের বেন গুরিওঁ বিমানবন্দরে সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারার সঙ্গে রেড কার্পেটের উপর হাঁটতে হাঁটতে হঠাতই স্ত্রী মেলানিয়ার উদ্দেশে হাত বাড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁদের ঘিরে তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আর ঠিক সেই সময়েই ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে দেওয়া হাত ধরলেনই না আমেরিকার ফার্স্ট লেডি, বরং ঠেলে সরিয়ে দিলেন...সম্পূর্ণ এই পর্বটা দেখতে পেল গোটা দুনিয়া...আপাতত তা নিয়েই মশকরায় মেতে ট্যুইটার। ট্রাম্প দম্পতির শরীরি ভাষা খুব ভাল করে না বোঝা গেলেও এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু এবং সারার সঙ্গে একই সঙ্গে হাঁটছিলেন, আর একধাপ পিছিয়ে ছিলেন মেলানিয়া। সেই কারণেই কি 'অভিমান' হয়েছিল মিসেস ট্রাম্পের, জল্পনা এবং ঠাট্টা সোশ্যাল মিডিয়া জুড়ে। এবার দেখুন সেই ভিডিও এবং এই সংক্রান্ত বিভিন্ন ট্যুইট-

Updated By: May 23, 2017, 12:48 PM IST
হাত ফিরিয়ে ট্রাম্পকে প্রত্যাখ্যান স্ত্রী মেলানিয়ার

ওয়েব ডেস্ক: হাত বাড়ালেই বন্ধু! কিন্তু না, ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে অন্তত তা নয়। তিনি বাড়িয়ে দিলেন হাত, কিন্তু তাঁর আঙুল ধরে পাশে হাঁটতে চাইলেন না মেলানিয়া ট্রাম্প! ইজরায়েলের বেন গুরিওঁ বিমানবন্দরে সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারার সঙ্গে রেড কার্পেটের উপর হাঁটতে হাঁটতে হঠাতই স্ত্রী মেলানিয়ার উদ্দেশে হাত বাড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁদের ঘিরে তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আর ঠিক সেই সময়েই ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে দেওয়া হাত ধরলেনই না আমেরিকার ফার্স্ট লেডি, বরং ঠেলে সরিয়ে দিলেন...সম্পূর্ণ এই পর্বটা দেখতে পেল গোটা দুনিয়া...আপাতত তা নিয়েই মশকরায় মেতে ট্যুইটার। ট্রাম্প দম্পতির শরীরি ভাষা খুব ভাল করে না বোঝা গেলেও এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু এবং সারার সঙ্গে একই সঙ্গে হাঁটছিলেন, আর একধাপ পিছিয়ে ছিলেন মেলানিয়া। সেই কারণেই কি 'অভিমান' হয়েছিল মিসেস ট্রাম্পের, জল্পনা এবং ঠাট্টা সোশ্যাল মিডিয়া জুড়ে। এবার দেখুন সেই ভিডিও এবং এই সংক্রান্ত বিভিন্ন ট্যুইট-

 

আরও পড়ুন- ট্রাম্প ট্যুইটের জন্য প্রেসিডেন্ট হয়ে থাকলে 'দুঃখিত' টুইট্যারের সহ-প্রতিষ্ঠাতা

.