পেরুতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৪৪

পেরুতে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৪৪ জনের। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পেরুর ওকানা জেলার পান্যামেরিকানা সুর হাইওয়েতে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। প্রায় একশো ফুট তলায় পড়ে যায় বাসটি। জানা যাচ্ছে কম পক্ষে ৪৫ জন যাত্রী ছিলেন ওই বাসে।

Updated By: Feb 22, 2018, 05:25 PM IST
পেরুতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৪৪

নিজস্ব প্রতিবেদন: পেরুতে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৪৪ জনের। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পেরুর ওকানা জেলার পান্যামেরিকানা সুর হাইওয়েতে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। প্রায় একশো ফুট তলায় পড়ে যায় বাসটি। জানা যাচ্ছে কম পক্ষে ৪৫ জন যাত্রী ছিলেন ওই বাসে।

আরও পড়ুন- বোকো হারাম জঙ্গির হাত থেকে উদ্ধার ৭৬ জন ছাত্রী, মৃত ২

এই নিয়ে এ বছর দ্বিতীয় বড়সড় দুর্ঘটনা ঘটল পেরুতে। আকরেকুয়েপারের গভর্নর ইয়ামিলা ওসোরিও জানিয়েছেন, ৪৪ জনের দেহ শনাক্ত করেছে পেরুভিয়ান ন্যাশনাল পুলিস। এই ঘটনায় পেরু রাষ্ট্রপতি পেদ্রো পাবলো মৃত পরিবারদের প্রতি শোক প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন, খুব শীঘ্রই উদ্ধারকার্য শেষ করে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।

আরও পড়ুন- বন্দুক রাখুন মাস্টারমশাইরাও, নিদান ডনের

প্রসঙ্গত, প্রায়শই সড়ক দুর্ঘটনা  হয় পেরুতে। সেখানকার নাগরিকদের অভিযোগ বেশির ভাগ ক্ষেত্রেই অদক্ষ চালকরা লাইসেন্স পেয়ে থাকেন। জানুয়ারি মাসে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ৪৮ জনের।

.