বোকো হারাম জঙ্গির হাত থেকে উদ্ধার ৭৬ জন ছাত্রী, মৃত ২

সোমবার সন্ধেয় ইওবি রাজ্যের উত্তর-পশ্চিমে দিপাচি গ্রামে হামলা চালায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠী। হামলার পর স্কুলে রোল-কল করতে গিয়ে দেখা গিয়েছে ৯১ জন ছাত্রী নিখোঁজ রয়েছে

Updated By: Feb 22, 2018, 04:36 PM IST
বোকো হারাম জঙ্গির হাত থেকে উদ্ধার ৭৬ জন ছাত্রী, মৃত ২

নিজস্ব প্রতিবেদন: বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর হাত থেকে ৭৬ জন ছাত্রীকে উদ্ধার করল নাইজেরিয়া সেনা। সংবাদ সংস্থা  রয়টার্স সূত্রে জানা যাচ্ছে, দাপিচি গ্রামে হামলা চালিয়ে একশোর বেশি পড়ুয়াকে অপহরণ করে জঙ্গিরা। এই ঘটনায় দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। তবে, কী ভাবে ওই ছাত্রীদের মৃত্যু হয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন- বন্দুক রাখুন মাস্টারমশাইরাও, নিদান ডনের

সোমবার সন্ধেয় ইওবি রাজ্যের উত্তর-পশ্চিমে দিপাচি গ্রামে হামলা চালায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠী। হামলার পর স্কুলে রোল-কল করতে গিয়ে দেখা গিয়েছে ৯১ জন ছাত্রী নিখোঁজ রয়েছে। সে রাজ্যের পুলিস এবং প্রশাসন প্রথমে এই ঘটনা অস্বীকার করে। পরে জানানো হয় বোকো হারামের থেকে উদ্ধার করা হয়েছে ৭৬ ছাত্রীকে। নাইজেরিয়া সেনার তত্পরতায় ছাত্রীরা ঘরে ফিরলে সে গ্রামে আনন্দে বিহ্বল হয়ে পড়েন সেখানকার মানুষ।

আরও পড়ুন- বেতাজ নওয়াজ! খোয়া গেল দলের প্রেসিডেন্ট পদও

২০১৪ সালে চিবক শহরে থেকে ২৭০ জন ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। এখনও অনেকেই ঘরে ফেরেনি বলে দাবি তাদের পরিবারের।

আরও পড়ুন- চিনের মান্দারিনকে সরকারি ভাষা করার পরিকল্পনা গুজব, বলল পাকিস্তান

.