নাইজেরিয়ার কারাগারে হামলা, বেপাত্তা ২০০০ বন্দি

নাইজেরিয়ার প্রেসিডেন্ট দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

Updated By: Apr 7, 2021, 07:15 PM IST
নাইজেরিয়ার কারাগারে হামলা, বেপাত্তা ২০০০ বন্দি

নিজস্ব প্রতিবেদন: কারাগার ছেড়ে পালালেন বন্দিরা। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ায়।

নাইজেরিয়ার একটি কারাগার (Nigerian prison) থেকে ১৮০০ জনেরও বেশি বন্দি (inmates) পালিয়ে গিয়েছেন। নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে ওই কারাগারে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পরে সেখানকার বন্দিরা পালান।

আরও পড়ুন: সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চই হয়ে উঠল অসুন্দর, বিজয়িনীর মাথা থেকে ছিনিয়ে নেওয়া হল Crown

নাইজেরিয়ার ওউয়েরি (southeastern town of Owerri) কারাগারে বন্দুকধারীদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বাধে। গোলাগুলি চলে। হয় বিস্ফোরণও। নাইজেরিয়ার জাতীয় সংশোধন কর্তৃপক্ষ (The Nigerian Correctional Service)এক বিবৃতিতে এই তথ্য জানান।

সংশোধন কর্তৃপক্ষের তরফে বলা হয়, তারা নিশ্চিত, ওউয়েরিতে একটি কারাগারে বন্দুকধারীরা হামলা চালায়। তবে পালিয়ে যাওয়া বন্দিদের সংখ্যা এখনও নিশ্চিত নয়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানানো হয়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ঘটনাটিকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ্নিত করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: করোনা সংক্রমণের ক্ষেত্রে কমবয়সীদের নিয়ে উদ্বিগ্ন আমেরিকা

.