সম্পর্কের `স্টেটস আপডেট` করলেন মার্ক জুকরবার্গ
নিজের `রিলেশনশিপ স্টেটস` `সিঙ্গল` থেকে `ম্যারেড`-এ আপডেট করলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকরবার্গ। সুত্রে খবর, ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে নিজের বাড়িতেই তাঁর কলেজ প্রেম প্রিসিলিয়া চ্যানকে বিয়ে করেন তিনি।
নিজের `রিলেশনশিপ স্টেটস` `সিঙ্গল` থেকে `ম্যারেড`-এ আপডেট করলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকরবার্গ। সুত্রে খবর, ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে নিজের বাড়িতেই তাঁর কলেজ প্রেম প্রিসিলিয়া চ্যানকে বিয়ে করেন তিনি।
হাতে গোনা কয়েকজন অতিথিদের উপস্থিতিতে বাল্যবান্ধবীর সঙ্গে পরিনয়সূত্রে আবদ্ধ হলেন এই বিশের কোঠার বিলিয়নেয়র। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফেসবুকের চিফ অপেরেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ।
চিরাচরিত `হুডি`র ক্যাসুয়াল লুক ছেড়ে বেড়িয়ে বিয়ের দিন মার্ক স্যুট পড়েছিলেন বলে খবর। দম্পতির পছন্দের এক স্থানীয় সুশি রেস্তোরা থেকে বিয়ের খারার এসেছিল বলেও জানা গিয়েছে। উপস্থিত অতিথিদেরই একজন সংবাদমাধ্যমকে জানান যে মার্কের দেওয়া বিয়ের আংটিতে খোদাই ছিল `সাধারণ একটি চুনি` (আ সিম্পল রুবি)।
হার্ভার্ডে পড়ার সময় চ্যানের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাত। ন`বছর তাঁর সঙ্গে প্রেম করেছেন মার্ক। চ্যানের পড়াশুনো শেষ করার জন্যই এতদিন অপেক্ষা করেন তাঁরা।
উল্লেকযোগ্যভাবে, বাজারে ফেসবুকের শেয়ার ছাড়ার পরের দিনই বিয়ে সাড়লেন মার্ক জুকরবার্গ। ২০০৪-এ হার্ভার্ডে পড়াকালীন হোস্টেলে নিজের ঘরে বসেই সোশ্যাল নেটওর্কিং সাইট ফেসবুকের গোড়াপত্তন করেন তিনি। আজ বিশ্বসংসারের প্রায় ১০০ কোটি মানুষ সামাজিকতা রক্ষায় ফেসবুক নামের সোশ্যাল নেটওয়ার্কিং-এর সাহায্য নেন। ভারতেই প্রায় ৪৫ লক্ষ মানুষ ফেসবুক-এর সদস্য।