সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীর শহিদস্তম্ভে শ্রদ্ধা জানালেন মমতা
শহিদ স্মরণের মাধ্যমে সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে সিঙ্গাপুরের এসপ্ল্যানেড পার্কে যান মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা জানান, আজাদ হিন্দ বাহিনীর শহিদস্তম্ভে। আইএনএ-র স্মারকস্তম্ভের জায়গা বাড়ানোর জন্য সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন মুখ্যমন্ত্রী।
সিঙ্গাপুর: শহিদ স্মরণের মাধ্যমে সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে সিঙ্গাপুরের এসপ্ল্যানেড পার্কে যান মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা জানান, আজাদ হিন্দ বাহিনীর শহিদস্তম্ভে। আইএনএ-র স্মারকস্তম্ভের জায়গা বাড়ানোর জন্য সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন মুখ্যমন্ত্রী।
এসপ্ল্যানেড পার্ক। কনট ড্রাইভে বিস্তীর্ণ এলাকা জুড়ে সিঙ্গাপুরের ন্যাশনাল হেরিটেজ সাইট। তপোবনের মতো শান্ত মনোরম পরিবেশ। পার্কের দরজায় থমকে যায়, দক্ষিণপূর্ব এশিয়ার ব্যস্ততম শহরের জেটগতির জীবনধারা। আর চৌকাঠের ওপার থেকে উঁকি মারে ইতিহাস। এখানেই রয়েছে আজাদ হিন্দ বাহিনীর শহিদদের স্মৃতিস্তম্ভ।
উনিশশো তেতাল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহিদদের সম্মানে এই পার্ক তৈরি করেছিল জাপানি সেনারা। উনিশশো পঁয়তাল্লিশে এখানে আজাদ হিন্দ বাহিনীর শহিদ স্তম্ভের তৈরি করেছিলেন নেতাজি। সিঙ্গাপুর পুনর্দখলের সময় সেই স্তম্ভ উড়িয়ে দেয় ব্রিটিশরা। বর্তমান সৌধটি উনিশশো পঁচানব্বই সালে তৈরি। এসপ্ল্যানেড পার্কের সংস্কারের সৌধটি নতুন করে তৈরি করেছে সিঙ্গাপুরের ন্যাশনাল হেরিটেজ বোর্ড। সোমবার সেখানে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।