বাংলা এখন সিঙ্গাপুরে LIVE: সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

Updated By: Aug 19, 2014, 11:34 AM IST
বাংলা এখন সিঙ্গাপুরে LIVE: সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

সিঙ্গাপুর: সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে বৈঠক করলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  নিছকই সৌজন্য সাক্ষাতকারের বাইরে বেরিয়ে রাজ্যে সিঙ্গাপুরের লগ্নির জন্য এই বৈঠকের যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে মনে করছে শিল্পমহল।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে বিনিয়োগের বিষয়টি জায়গা পেয়েছে বলেই মনে করছে তারা। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে এমব্রয়ডারি করা উত্তরীয়, ডোকরা শিল্পকর্ম, দার্জিলিং চা এবং নেতাজির ছবি উপহার দেন মুখ্যমন্ত্রী।

আইএনএ-র স্মারকস্তম্ভের জায়গা বাড়ানোর জন্যও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।     

সিঙ্গাপুর সফরের দ্বিতীয় দিনে আজ ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বন্দরে যাওয়ার কথা তাঁর। সিঙ্গাপুর পোর্ট ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সরকারি আমলা ও রাজ্যের শিল্পমহলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

কাল ইন্ডিয়া-সিঙ্গাপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে শিল্প সম্মেলনে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বৈঠককে  সম্মেলনের প্রস্তুতি হিসাবেই দেখছে শিল্পমহল। চাঙ্গি শিল্পগোষ্ঠীর দেওয়া নৈশভোজেও আজ অংশ নেবেন মুখ্যমন্ত্রী।   

 

 

.