লুইসিয়ানার নদীতে দেখা দিল বিরল পিঙ্ক ডলফিন

সবাইকে অবাক করে দিয়ে লুইসিয়ানার নদীতে দেখা দিল বিরল গোলাপি ডলফিন। লুইসিয়ানার দক্ষিণ পশ্চিমে কালকাসিউ নদীতে হঠাত্ই এই সুন্দর প্রাণীটির দর্শন পেলেন এক ফিশিং বোট ক্যাপ্টেন।

Updated By: Sep 9, 2015, 11:27 AM IST
লুইসিয়ানার নদীতে দেখা দিল বিরল পিঙ্ক ডলফিন

ওয়েব ডেস্ক: সবাইকে অবাক করে দিয়ে লুইসিয়ানার নদীতে  দেখা দিল বিরল গোলাপি ডলফিন। লুইসিয়ানার দক্ষিণ পশ্চিমে কালকাসিউ নদীতে হঠাত্ই এই সুন্দর প্রাণীটির দর্শন পেলেন এক ফিশিং বোট ক্যাপ্টেন।

২০০৭ সালে কালকাসিউ সার্ভিসের ক্যাপ্টেন এরিক রু দেখতে পেয়েছিলেন এক গোলাপি ডলফিন। আদর করে নাম রাখা হয়েছিল 'পিঙ্কি'। পিঙ্কি এখন পূর্ণবয়স্ক। রু ডব্লিউজিএনওকে জানান ডলফিনটি গর্ভবতী হতে পারে। কারণ তাকে উনি মিলনরত দেখেছিলেন।

রু বলেন, "গরমের সময় ওকে প্রায় রোজই সাঁতার কাটতে দেখি। গত কয়েক সপ্তাহে অনেকবার দেখতে পেয়েছি। ওকে খুশি ও সুস্থ লাগে দেখতে।" পিঙ্কির শরীরের রঙ ১০০ শতাংশ গোলাপি। যেই রঙ বেশিরভাগ ডলফিনের পেটের কাছে দেখা যায়। মেরিন বায়োলজিস্টরা মনে করেন অ্যালবিনো হওয়ার কারণেই পিঙ্কি রঙ গোলাপি।  

 

 

.