লন্ডনে ভূগর্ভস্থ ট্রেনে বিস্ফোরণ: গ্রেফতার ১৮ বছরের সন্দেহভাজন

Updated By: Sep 16, 2017, 05:00 PM IST
লন্ডনে ভূগর্ভস্থ ট্রেনে বিস্ফোরণ: গ্রেফতার ১৮ বছরের সন্দেহভাজন

ওয়েব ডেস্ক: লন্ডনে টিউব রেলে বিস্ফোরণের ঘটনায় পাকড়াও ১৮ বছরের এক সন্দেহভাজন। ইংলিশ চ্যানেলের ডোভার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে কেন্ট পুলিশ।

ডেপুটি অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার নীল বসুর কথায়, "তদন্ত চলছে। ধৃতকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।" ব্রিটিশ পুলিশের ধারণা, আরও কয়েকটি হামলার ঘটনা ঘটতে পারে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। উদ্বেগপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

ধৃতকে সন্ত্রাসবাদ আইনে গ্রেফতার করা হয়েছে। তার পরিচয় এখনও জানা‌ ‌যায়নি। শুক্রবার সকালে টিউব রেলের পারসনস গ্রিন স্টেশনে বিস্ফোরণ ঘটে। আহত হন ২৯ জন। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

আরও পড়ুন, লন্ডনে ভূগর্ভস্থ ট্রেনে বিস্ফোরণের দায় স্বীকার আইসিস-এর

.