রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত

Updated By: Sep 16, 2017, 09:49 PM IST
রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত

ওয়েব ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘে জম্মু-কাশ্মীর নিয়ে ভারতকে বিপাকে ফেলতে ইসলামিক অর্গানাইজেশন কো-অপারেশন (ওআইসি)-কে  ঢাল হিসেবে ব্যবহার করেছিল পাকিস্তান। তার কড়া জবাব দিল ভারত। নয়াদিল্লি জানিয়ে দিল, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর এক্তিয়ার নেই ওআইসি-র। ১৯৬৯ সালে ৫৭টি মুসলিম রাষ্ট্রকে নিয়ে এই সংগঠনটি গঠিত হয়েছিল। 

রাষ্ট্রসঙ্ঘে স্থায়ী মিশনে ভারতের প্রতিনিধি সুমিত শেঠ বলেন,"ওআইসি-র বিবৃতি ভুল। জম্মু-কাশ্মীর নিয়ে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনও এক্তিয়ার নেই। ওআইসি-কে আমরা পরামর্শ দেব, ভবিষ্যতে এই ধরণের কা‌র্যকলাপ থেকে তারা ‌যেন দূরে থাকে।" 

ওআইসি-র প্রতিনিধিত্ব করে পাকিস্তান অভি‌যোগ করেছিল, জম্মু-কাশ্মীরে কাশ্মীরিদের মানবিধকার লঙ্ঘন করছে ভারত। 

আরও পড়ুন, ডোক লা ইস্যুতে ভারতের সঙ্গে ‌যুদ্ধ করতে চায় না চিন, জানালেন চিনা সেনা আধিকারিক

.