প্যারিসে গ্রেফতার বন্দুকবাজ, মুক্ত ২ পণবন্দী

প্যারিস: অবশেষে বন্দুকবাজের দখল থেকে ২ পণবন্দীকে মুক্ত করল পুলিস। পুলিস সূত্রে খবর ওই বন্দুকবাজ সম্ভবত মানসিক ভারসাম্যহীন। সে নিজেই ফোন করে পুলিসকে ডেকে আনে। তাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার এক বন্দুকবাজ দুই ব্যক্তিকে এক পোস্টঅফিসে পণবন্দী করে রাখে। যদিও পুলিসের দাবি এর সঙ্গে সন্ত্রাসবাদী হামলার কোনও সম্পর্ক নেই।  

পুলিস সূত্রে খবর, বহু মানুষ পোস্ট অফিসটি থেকে পালাতে সক্ষম হন। বন্দুকবাজ বহু ভাষায় কথা বলতে সক্ষম। তার কাছে গ্রেনেড ও কালাশনিকোভস ছিল।  

প্যারিসের উত্তরপশ্চিমে কোলোমবেসের এই পোস্টঅফিসটি কড়া পুলিসি প্রহরায় ঘিরে ফেলা হয়েছিল। হেলিকপ্টারে করে নজরদারি চালানো হচ্ছিল।

আজ সকালের দিকে, ফরাসী ও জার্মান প্রশাসন একযোগে এক ডজনের বেশি ব্যক্তিকে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইসিস-এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার করেছে। ইউরোপে নতুন করে জঙ্গি হানার আশঙ্কা থাকায় খালি করে ফেলা হয়েছিল প্যারিসের রেল স্টেশন।

গতকাল সিরিয়া ফেরতা দুই সন্দেহভাজন জঙ্গিকে গুলি করে হত্যা করেছে বেলজিয়াম পুলিস।

গত সপ্তাহে শার্লে এবদোর দফতরে হামলা করে ১২ জনকে খুন দুই সশস্ত্র জঙ্গি।

একটি সুপারমারকেটে পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে শেষ পর্যন্ত মারা যায় ওই দুই জঙ্গি।

English Title: 
LIVE - Paris post office gunman arrested, hostages freed: Police
News Source: 
Home Title: 

প্যারিসে গ্রেফতার বন্দুকবাজ, মুক্ত ২ পণবন্দী

 প্যারিসে গ্রেফতার বন্দুকবাজ, মুক্ত ২ পণবন্দী
Yes
Is Blog?: 
No