বন্যাকবলিত Sydney-তে সতর্কতা জারি, নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এলাকাবাসীকে
এই সপ্তাহেই উপকূলবর্তী এলাকায় বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: আকাশ ভেঙে বৃষ্টি। হল বন্যাও। বিপর্যস্ত সিডনি। জারি হল সতর্কতা।
রবিবার অস্ট্রেলিয়ার সিডনির (sydney) উত্তর-পশ্চিমের নিম্নাঞ্চল থেকে হাজারখানেক বাসিন্দাকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির পূর্ব উপকূলে ঘটেছে রেকর্ড বৃষ্টিপাত। হয়েছে বন্যা। নিউ সাউথ ওয়েলসে (New South Wales state) ভয়াবহ বন্যায় (flood) সতর্কতা জারির এক দিন পর দেশটির বাসিন্দাদের সরে যাওয়ার ( evacuation) নির্দেশ দেওয়া হল।
আরও পড়ুন: Great East Japan Earthquake-এর দশ বছরে Japan-য়ে ফের তীব্র ভূমিকম্প
শনিবার থেকে সিডনির উত্তরাঞ্চলের শহরগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। এলাকাবাসীরা দলে দলে আশ্রয়কেন্দ্রের দিকে যেতে শুরু করেছেন। নিউ সাউথ ওয়েলসের টারে (Taree)শহরে নদীতে একটি বাড়ি ভেসে যেতেও দেখা গিয়েছে টেলিভিশন ফুটেজে। স্থানীয় মানুষজনও বন্যায় অনেক কিছু হারিয়েছেন।
এই সপ্তাহের মধ্যে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দ্য ওরাগামবা ড্যাম (The Warragamba Dam) সিডনির বেশির ভাগ এলাকায় পানীয় জলের জোগান দেয়। গতকাল এটি প্লাবিত হয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ১০০টির মতো আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
আরও পড়ুন: Iceland-য়ে চল্লিশ হাজার Earthquake মাত্র চার সপ্তাহে! জেগে উঠেছে Volcano