সুস্থ হয়ে উঠুক ভারত, সংহতির বার্তা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের
দৈনিক সংক্রমণ আমাদের দেশে যেখানে সাড়ে তিন লাখ হতে চলেছে সেখানে পাকিস্তানের ২৪ ঘন্টায় প্রায় ৫ হাজার। মৃত্যু হয়েছে ১৫৭ জনের।
নিজস্ব প্রতিবেদন: ভারতের আরোগ্য কামনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। করোনা পরিস্থিতি এদেশে এতটাই খারাপ, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। টুইটে লেখেন শনিবার পাক প্রধানমন্ত্রী লেখেন,'ভারতে কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ বিপজ্জনক, তার বিরুদ্ধে ভারতবাসীকে যে কঠিন লড়াই করতে হচ্ছে, তার প্রতি সংহতি জানাচ্ছি। প্রতিবেশী দেশ ভারত ও বিশ্বজুড়ে করোনা আক্রান্তদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি আমরা। এই কঠিন চ্যালেঞ্জের বিরুদ্ধে মানবতার লড়াইয়ে আমাদের এক জায়গায় হতে হবে'।
I want to express our solidarity with the people of India as they battle a dangerous wave of COVID-19. Our prayers for a speedy recovery go to all those suffering from the pandemic in our neighbourhood & the world. We must fight this global challenge confronting humanity together
— Imran Khan (@ImranKhanPTI) April 24, 2021
প্রসঙ্গত, গত মাসেই করোনাই আক্রান্ত হয়েছিলেন ইমরান খান। সে দেশের যে করোনা পরিস্থিতি খুব একটা ভালো এমনটা নয় যত দিন যাচ্ছে ক্রমশ অবনতি হচ্ছে। আক্রান্তের সংখ্যা মোট ৮০ লক্ষে পৌঁছে গিয়েছে সে দেশে। মৃত্যুর সংখ্যা মোট ১৭ হাজার। তবে দৈনিক সংক্রমণ আমাদের দেশে যেখানে সাড়ে তিন লাখ হতে চলেছে সেখানে পাকিস্তানে ২৪ ঘন্টায় প্রায় ৫ হাজার। মৃত্যু হয়েছে ১৫৭ জনের।